এয়ারটেল ব্যালেন্স চেক এবং এয়ারটেল এর যাবতীয় কোড সমূহ
আমরা সবাই জানি এয়ারটেল হলো আমাদের বাংলাদেশের একটি সিম কোম্পানি। এই সিম কোম্পানির গ্রাহক অন্যান্য অপেরেটর এর তুলনায় অনেক কম। তাই আমরা এই সিমের অনেক কোড সম্পর্কে জানি না। আমরা যারা এই সিমের গ্রাহক রয়েছি তারা অনেকেই জানি এই সিমের সুবিধা গুলো কি কি বা কেমন। তাই চলুন আমরা আজ এই এয়ারটেল সিমের কোড গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি।
আজ আমরা এয়ারটেল এর কিছু গুরুপ্তপুর্ন কোড গুলো সম্বন্ধে জানবো। আশা করি আজকের এই আর্টিক্যালটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমরা এই এয়ারটেল সিমের যে সকল কোড জানি না সেই সকল কোড গুলো জানার চেষ্টা করবো। নিচে কোড সহকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এয়ারটেল ব্যালেন্স চেক এর কোড
*1#
নিজের এয়ারটেল এর নাম্বার জানার কোড
*2#
এমবি বা ডাটা চেক করার কোড
*3#
ইন্টারনেট প্যাক কেনার কোড
*4#
ভ্যাস বন্ধ বা চালু করার কোড
*5#
নিজের প্যাকেজ ও কল ট্যারিফ কোড
*6#
প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু করার কোড
*7#
প্রিপেইড এয়ারটেল ক্রেডিট চেক
*8#
যেকোন ভ্যালু সার্ভিস বন্ধ বা চালু করার কোড সমূহ
*9#
এয়ারটেল সিমের মিনিট বান্ডেল ক্রয় বা দেখার কোড
*0#
এয়ারটেলের ইউএসএসডি বট কোড
*666#
এয়ারটেল কল সেন্টার এর কোড
121
এয়ারটেল এর জরুরি সেবা পেতে ইমেইল
doorstep@robi.com.bd
এয়ারটেল সিমের টাকা ট্রান্সফার করার কোড
*1212#
এক এয়ারটেল সিম থেকে অন্য এয়ারটেল সিমে টাকা পাঠানোর কোড
*121*1500#
এয়ারটেল এফএনএফ নাম্বার ডিলেট করার কোড
*1217*12#
এয়ারটেল এর স্পেশাল অফার কোড
*999#
এফ এন এফ নাম্বার এড করতে ডায়াল করুন
*1217*11#
এফ এন এফ নাম্বার দেখতে ডায়াল করুন
*121*7*13#
এয়ারটেল এর সকল কোড আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এবং আরো চেষ্টা করেছি আপনাদের এই কোডগুলো ব্যাবহার নিয়ম জানাতে। আশা করি বুজতে পেরেছেন। আজকের এই ছোট্ট আর্টিক্যালটি যদি আপনি পরে থাকেন তাহলে আশা করি আপনার আর বুঝতে কোন সমস্যা হবে না। আজকের মতো বিদায়। শিঘ্রই আসছি নতুন কোন আর্টিক্যাল নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url