আরএফএল সাবমারসিবল পাম্পের আজকের দাম ২০২৪
আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন । প্রতিবারের মতো আমরা আজকেও আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আর্টিকেলটি প্রতিবারের মতো এবারও ভালো লাগবে। আমরা ইতিপূর্বে জেনে গেছি আজকের এই আর্টিকেলটি কোন বিষয়ের উপর হ্যাঁ আজকের এই আর্টিকেলটি আরএফএল পাম্পের বিষয়ে।
আজকের এয়ারটি খেলতে আপনাদেরকে আমরা জানাবো আরএফএল সাবমারসিবল এর দাম এবং এর চাহিদা কেমন এ বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।পোষ্টসূচিঃ
সাবমারসিবল পাম্প আরএফএল এর দাম
আর এফ এল এ পণ্যগুলো কতটা মজবুত হয়ে থাকে তা আমরা সকলেই জানি। আবার অনেকেই জানে না আর এফ এল এর পণ্যগুলোর গুণগত মান কেমন হয়। এবং এর সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আরএফএল সাবমারসিবল পাম্পের দাম সম্পর্কে।
১. আরএফএল এস পি ১৫০ (পানি তুলে ১৫০০ লিটার ঘন্টায়, এবং ১৫ মিটার উচ্চতা)
দাম : ১৫০০০ থেকে ১৫ হাজার ৫০০ টাকা।
২. আরএফএল এস পি ২০০ (পানি তুলে দুই হাজার লিটার ঘণ্টায়, এবং ২০ মিটার উচ্চতা)
দাম : বিশ হাজার টাকা থেকে ২১ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন।
৩. আরএফএল এসপি ১০০ (পানি তুলে ঘন্টাই ১ হাজার লিটার, উচ্চতা ১০ মিটার)
দাম : ১০ হাজার থেকে ১০৫০০ টাকার ভিতরে পেয়ে যাবেন।
বলে রাখা ভালো এই সকল পণ্যের দাম প্রত উঠানামা করতে থাকে তাই একুরেট দাম বলা মুশকিল তবে আপনি যাচাই করে কিনে নিতে পারবেন দাম এরকমই থাকবে তবে একটু এদিক সেদিক হতে পারে।
আমি আপনাকে আর এফ এল এর যে সাবমারসিবল পামগুলো ভালো সে সম্পর্কেই আপনাদেরকে ধারণা দিয়েছি এছাড়াও আরো অনেক সাবমারসিবল পাম্প রয়েছে যেগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন।
কি কি সাবমারসিবল পাম্প তৈরি করে থাকে আরএফএল কোম্পানি
বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম ও সেবা সরবরাহে আরএফএল কোম্পানি ১ নাম্বারে রয়েছে। তাই মানুষ এই কোম্পানির পণ্যগুলো সবচেয়ে বেশি পছন্দ করে থাকে।৩. সাবমারসিবল পাম্প
৪. ডায়াফ্রাম পাম্প
এছাড়াও আরএফএল কোম্পানির আরো বিভিন্ন প্রকার পাম্প এ রয়েছে। তবে এগুলোই মানুষ বেশি কিনে থাকে যেগুলো আমরা আপনাদেরকে জানালাম।
এবং মানে গুনে এগুলো সবচেয়ে ভালো। এই পামগুলো প্রায়ই বাংলাদেশের জল প্রণালী, পানি পরিষ্কার করন, পানি প্রযুক্তি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
আরএফএল এর সাবমারসিবল পাম্প কেনার আগে যে বিষয়গুলো জেনে নিবেন
আমরা প্রত্যেকেই জানি যেকোন জিনিসের ভালো এবং মন্দ দিক অবশ্যই আছে তাই এগুলো কি যাচাই করার জন্য আমরা সেগুলোকে সুন্দরভাবে যাচাই করতে পারি।
১. পামটি কি ধরনের : আপনি কি ধরনের পাম্প চাচ্ছেন আর বাজারে কি ধরনের পাম্প রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে আপনার চাহিদা অনুযায়ী সে পাম্পকেই পাম্পটির ধরন বলে।
২. পাম্পের ক্ষমতা : আপনি যে পাম্প কিনতে চাচ্ছেন সেই পাম্পটি দিয়ে কতটুকু পানি আপনি তুলবেন এবং সেই প্রামটি দিয়ে কতটুকু পানি তোলা যায় এ বিষয়গুলো বিশ্লেষণ করাকে পাম্পের ক্ষমতা বোঝাই।
৩. দাম: একেক পাম্পের একেক দাম আপনাকে জেনে বুঝে দামগুলো নির্ধারণ করে আপনার প্রয়োজনমতো পাম্প কিনতে হবে তবে এক্ষেত্রে মনে রাখবেন যে পাম্পের দাম বেশি সেটি তুলনামূলকভাবে একটু ভালো সার্ভিস দিবে আর যে পাম্টির দাম একটু কম সেই পাম্পগুলো একটু কম সার্ভিস দিবে তবে পামগুলো কিন্তু অবশ্যই আপনাকে দাম মেনে এবং বুঝে কিনতে হবে।
৪. গ্যারান্টি : গ্যারান্টি একটি বহুল প্রচলিত এবং একটি ভালো দিক। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তাই আপনি যেই পামটি কিনবেন সেই পাম্পিটির গ্যারান্টি রয়েছে কিনা বা ওয়ারেন্টি কি রয়েছে সেগুলো ভালো করে বিশ্লেষণ করে দেখবেন।
৫. সার্ভিস : সর্বশেষ ধাপ হল সার্ভিস। এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে পাম্পটি কিনছেন সেগুলো যদি সঠিকভাবে সার্ভিস না দিতে পারে তাহলে আপনার টাকাগুলোই বৃথা তবে যাচাই করে জেনে বুঝে আপনি যে পামটি কিনবেন এবং সেই পাম্পটি কি পরিমান সার্ভিস দরকার এবং আপনার কি পরিমাণ সার্ভিস দরকার সেগুলো দিতে পারছি কিনা সবগুলো যাচাই করে আপনি সার্ভিস সম্পর্কে জেনে নিবেন।
দুই ঘোড়া আরএফএল পাম্পের দাম
আরএফএল পাম এবং বিভিন্ন মডেলে বাজারে পাওয়া যায় তবে এগুলোর মধ্যে অবশ্যই ভালো মন্দ রয়েছে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভার্সন হল ২ ঘোড়া পাম। এগুলো সাধারণত গ্রাম অঞ্চলের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাই এগুলো চাহিদা সবচেয়ে বেশি। তাই আপনি যদি এই আরএফএল দুই ঘোড়া পাম্প কিনতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।এখন আমরা জানবো আর এফ এল ২ ঘোড়া পাম্পের দাম কত হতে পারে এবং আপনি কিনতে পারবেন কিনা সেই সম্বন্ধে। এ পাম্পগুলো তুলনামূলকভাবে অনেক ছোট এগুলো দিয়ে ভারী কোন কাজ করা যায় না তবে এই পামগুলো দিয়ে আপনি গাড়ি ধুইতে পারবেন এবং চাকা পরিষ্কার করার জন্য এবং ছোট ছোট কাজ করার জন্য খুবই ব্যবহৃত হয়ে থাকে।
পাম্পের দাম আসলে ক্রমা ক্রমই উঠানামা করতে থাকে। তাই তাই আপনি যে মুহূর্তে এই আর্টিকেলটি দেখছেন এই মুহূর্তের দাম নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। একসময় এ পামগুলোর দাম অনেক বেশি ছিল আবার কিছুদিন পর আবার অনেক কম ছিল কিন্তু এখন যে দামটি রয়েছে সেগুলো মিডিলে রয়েছে।
তাই এখন যদি আপনি বাজারে আরএফএল ২ ঘোড়া পান কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে ১৮ থেকে ত্রিশ হাজার টাকার মতো। তবে বলে রাখা ভালো এই দামটি কিন্তু একরিট না হতে পারে। আপনারা যখন পাম কিনবেন তখন বাজারে কয়েকটি দোকান ঘুরলেই এর দাম সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url