রাইসেল ভাইপার সাপের ভয়ংকর আবির্ভাব এবং বাংলাদেশের প্রায় সব জায়গায় আতংক ছড়াচ্ছে কেন ?

 প্রিয় পাঠক আজ আমরা আপনাদের জানাবো এই রাসেল ভাইপার সাপ কতটা ভয়ংকর । এবং এর সাথে আপনাদের জানাবো কেন বাংলাদেশে এই সাপের আবির্ভাব ঘটল । চলুন বিস্তারিত জেনে নেই এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ সম্বন্ধে। রাসেল ভাইপার মূলত একটি ভয়ংকর সাপ যা অন্যন্য সাপের তুলনায় ভিন্ন। এই সাপ  যদি মানুষকে  কামর দেই তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের সারা শরিরে বিষ ছড়িয়ে পরে। শুধু তাই নয় এই রাসেল ভাইপার সাপ যদি মানুষকে কামড় দেই তাহলে খুব কম চান্স থাকে সেই লোক সুস্থ হওয়ার। সাধারনত সঠিক চিকিৎসার গ্রহনের কেন্দ্রে যাওয়ার আগেই মানুষ মারা যায়। 

রাসেল ভাইপার সাপের উৎপত্তি কোথায় ?


রাসেল ভাইপার সাপপোষ্টসূচিঃ 

রাসেল ভাইপার যাকে ইংরেজীতে বলা হয় (Daboia Russel)  সারা বিশ্বের যতগুলো প্রধান বিষাক্ত সাপ রয়েছে তার মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে এই সাপ। তাহলে বুঝতেই পারছেন এই সাপ কতটা ভয়ংকর আমাদের জন্য। এই সাপের উতপত্তি হয় ১৭৯৭ সালে। আগে তার নাম রাখা হয়ে হয়েছিল প্যাট্রিক রাসেল আর এখন তার নাম সংস্করন করে রাখা হয় রাসেল ভাইপার।

রাসেল ভাইপার ভারতের বড় চারটি সাপের মধ্যে এর অবস্থান ও রয়েছে। বর্তমানে বাংলাদেশেও এই রাসে ভাইপার সাপের আতংক বেড়েই চলেছে। এই সাপটির কামড়ে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যবরণ করে। তার কারন এই সাপের মধ্যে প্রচুর  পরিমান বিষ থাকে যা একজন মানুষ কে খুব কম সময়ে মেরে ফেলতে পারে।

রাসেল ভাইপার সাপ আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত ঝুকিপূর্ন। আমরা জানি বর্তমানে সারা বাংলাদেশে এই রাসেল ভাইপার সাপ অনেক বৃদ্ধি পেয়েছে। অথচ আমাদের দেশে থেকে এই সাপ ১০০ বছর আগে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল । কিন্তু এখন প্রশ্ন হলো যদি এই সাপ ১০০ আগে বিলুপ্ত হয়ে থাকে তাহলে কেন এখন এই সাপ আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে । 

হ্যা প্রশ্নটা আমারও কিন্তু সঠিক উত্তর কোথাও পেলাম না । আবার কেউ কেউ বলছে এই সাপ নাকি ভারত পাঠিয়েছে আমাদের জেনে রাখা উচিত যে, এই খবর টি সঠিক নাও হতে পারে তার কারন এই রাসেল ভাইাপার কোথা থেকে আসছে তা কেউ জানে না। তবে বলা যেতে পারে যে, এই দ্রুত বাচ্চা দেই যেহুতু অন্যন্য সাপ ডিম পেরে বাচ্চা দেই কিন্তু  এই সাপ ডিম ছাড়াই বাচ্চা জন্ম দিতে পারে। তাই জানা যায় এই সাপ বছরে ৭০-৮০ টি বাচ্চা দেই।

রাসেল ভাইপার সাপ কতটা ভয়ংকর তা আপনারা বুঝতেই পারছেন। তবুও আপনাদের আরো কিছু তথ্য দেই চলুন । রাসেল ভাইপার সাপ খুবই ভয়ংকর এই মাত্র ১ সেকেন্ডের ও কম সময়ে মানুষকে কামড় দিয়ে দেই। যার কারনে আমাদের দেহে খুব সহজেই বিষ প্রবেশ করে আর আমাদের মৃত্যু ঘটে। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে।  

রাসেল ভাইপার সাপ কোথায় বেশি থাকে

আমরা ইতিমধ্যেই জেনেছি রাসেল ভাইপার সাপ কতটা ভয়ংকর হয়ে থাকে। আমরা এখন জানবো রাসেল ভাইপার সাপ কোথায় বেশি থাকে। রাসেল ভাইপার সাপ যেহুতু অনেক ভয়ংকর তাই এই সাপ যেখানে সেখানে দেখা যায় না । সাধারণত এই সাপ বনে জংগলে বেশি পাওয়া যায় তাছাড়াও এই সাপ বিভিন্ন পাহাড়ি এলাকায়ও দেখা পাওয়া যায় । রাসেল ভাইপার সাপ খুবই বিপদ-জনক এই সাপ জলে বা পানিতে থাকে না বরং এই সাপ মাটিতে পাওয়া যায়।

রাসেল ভাইপার সাপ খুবই বিপদ-জনক তা আমরা সকলেই জানি । তবে আমাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন আছে যে, রাসেল ভাইপার সাপ কোথায় কেমন হয়ে থাকে । আমরা জানি রাসেল ভাইপার সাপ কিছুটা মোটা হয়ে থাকে । যার কারনে আমরা সবাই এই সাপ দেখে ভয় পেয়ে থাকি । এই সাপের আরেকটি বৈশিষ্ট হলো এই সাপ খুব সহজেই বা খুব দ্রুত কামড় দেই যার কারনে মানুষ খুব সহজেই মারা যায় । 

এই সাপ সাধারণত বনে জংগলে বা পাহাড়ি এলাকায় বেশি হয়ে থাকে। এই সাপের অবাক করা বিষয় হলো এই সাপ বছরে ৮০ টি বাচ্চা দিতে সক্ষম । এবং আরো অবাক করা বিষয় হলো এই সাপ বাচ্চা দিতে কোন অগ্রিম ডিম পারতে হয় না ডিম ছাড়াই এই সাপ বাচ্চা দিতে পারে। যার কারনে আমরা এই সাপকে হাই কুয়ালিটি বিষধর সাপ বলা হয় । 

রাসেল ভাইপার সাপ কেন এত আতংক

আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানতে চাই যে, এই রাসেল ভাইপার সাপ কেন এত আতংক ছড়াচ্ছে । হ্যা প্রশ্নটা আমারো কিন্তু সঠিক কোন তথ্য পাচ্ছি না। রাসেল ভাইপার সাপ ইদানিং বহু বাড়ছে তার কারন আমাদের বাংলাদেশে এখন প্রচুর বন বা জংগল কেটে ফেলা হচ্ছে যার কারনে সাপের আবাসস্থল দিন দিন কমছে আর এতে সাপের আবির্ভাব বেশি ঘটছে। 

যা এখন আমাদের মহা পেরেশানির কারন হয়ে দাড়িয়েছে। আমরা এখন ফেসবুক বা ইউটুইব খুললেই দেখতে পাই রাসেল ভাইপার সাপ। সাধারণত যা হয়ে থাকে তার থেকে একটু বেশিই বানিয়ে বলে তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য । আবার একেবারে মিথ্যাও নয় এই আসলেই দিন দিন খুব বৃদ্ধি পাচ্ছে । তাছাড়াও এই সাপ খুব বিপদ জনক।

রাসেল ভাইপার নিয়ে আর কোন তেমন বিষয় আমার জানা নেই । আপনার যদি আরো তথ্য প্রয়োজন হয় তাহলে গগুলে সার্চ করে দেখে নিতে পারেন। আমাদের দেশে রাসেল ভাইপার খুব বিপদ-জনক একটি আতংকিত সাপ । সাপ আমরা জিবনে বহু দেখেছি তবে এই সাপ আমরা মাত্র অল্প কিছু জন মানুষ  ছাড়া কেউ দেখি নাই ।

সার-সংক্ষেপ
আমরা যদি একটু সাবধানে থাকি তাহলে রাসেল ভাইপার সাপ আমাদের কিছু করতে পারবেনা । আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে যাতে রাসেল ভাইপার সাপ আমাদের কোন প্রকার ক্ষতি করতে না পারে । বর্তমানে সারা বাংলাদেশে  এই সাপ ব্যাপক হারে বাড়ছে এর জন্য দায়ী কিন্তু আমরাই। আমরা যদি সচেতন হয় তাহলে এই রাসেল ভাইপার সাপ আমাদের কোন ক্ষতি করতে পারবেনা । পরিশেষে এতটুকুই বলবো আপনারা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন  এবং সুস্থ থাকুন এই কামনাই করি আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url