স্মার্ট টিভি কেনার আগে যে বিষয় গুলো আগে থেকে জেনে নিতে হবে
বর্তমান যুগে আমরা আমরা সবাই টিভি ব্যবহার করে থাকি । তবে বর্তমানে স্মার্ট টিভির যে সুবিধা গুলো পাওয়া যায় তা আগেকার টিভিগুলোতে পাওয়া যায় না। তাই বর্তমানে সারা বিশ্বে স্মার্ট টিভির প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে।
যেহুতু এই স্মার্ট টিভি গুলোর চাহিদা বেশি তাই বিভিন্ন কোম্পানি এই ক্ষেত্রকে পুজি করে বিভিন্ন খারাপ যন্ত্রাংশ তৈরী করে সেগুলো স্মার্ট টিভিতে প্রয়োগ করে এই ক্ষেত্রে টিভি গুলো ভালো হয় না। তাই আমরা আজকে আপনাদের জানাবো একটি স্মার্ট টিভি কেনার আগে আপনি যে জিনিস বা যে বিষয় গুলো খেয়াল রাখবেন।
পোষ্টসুচিঃ
স্মার্ট টিভি কেনার আগে যেগুলো করনীয়
একটি ভালো স্মার্ট টিভি কেনার আগে আমাদের যে বিষয় গুলো জানা গুরুপ্তপুর্ন। আমরা যদি একটি স্মার্ট টিভি কেনার চিন্তাভাবনা করি তাহলে আমাদের অবশ্যই কিছু করনীয় আছে তা হলোঃ
আরো পড়ুন ঃ বাংলার সেরা প্লেয়ার স্কোয়াড
- টিভির সাইজ কেমন
- বাজেট
- রেজুলেশন কেমন
- গ্যারান্টি কেমন
- ডিসপ্লে কেমন
- ভিডিও কোয়ালিটি কেমন
- অডিও কোয়ালিটি কেমন
- কানেক্টিভিটি কেমন
- ব্র্যন্ড সিলেকশন
টিভির সাইজ কেমন
একটি টিভির আসল আকর্ষন থাকে টিভির সাইজে। বড় টিভিতে দেখার মজাই আলাদা আমাদের মধ্যে অনেকেই আছে যারা বড় টিভি পছন্দ করে । আবার অনেকেই আছে যারা ছোট টিভিতে টিভি দেখতে পছন্দ করে। তাই টিভির সাইজ একটি গুরুপ্তপুর্ন বিষয় এই বিষয় টি আপনি টিভি কেনার আগেই জেনে নিতে হবে।
বাজেট
টিভির সাইজ জানার পরবর্তী ধাপ হলো আপনার বাজেট । বাজেট নির্ভর করে আপনার টিভির কোয়ালিটির উপর। আপনি যদি ভালো একটি স্মার্ট টিভি কিনতে চান তাহলে আপনার বাজেট একটু বেশিই লাগতে পারে।
রেজুলেশন
একটি টিভি কেনার বাজেট নির্ধারন করার পরেই আপনাকে জানতে হবে টিভির রেজুলেশন সম্পর্কে। কেননা টিভির মান ও কোয়ালিটির উপর নির্ভর করে রেজুলেশন। যদি টিভির রেজুলেশন খারাপ হয় তাহলে টিভি দেখে তেমন মজা পাবেন না সব ঘুলা ঘুলা আসবে। তাই আপনি যদি ভালো একটি স্মার্ট টিভি কিনতে চান তাহলে অবশ্যই আপনার টিভির রেজুলেশন সম্পর্কে জানতে হবে।
গ্যারান্টি কেমন
টিভি কেনার আগে অবশ্যই গ্যারান্টি সম্পর্কে জেনে নিবেন । তার কারন যদি গ্যারান্টি না থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে । তাই টিভি কেনার আগে দোকানদারের কাছে গ্যারান্টি ও ওয়ারেন্টি সম্পর্কে জেনে নিবেন।
একটা টি
ডিসপ্লে
ভির মূল আকর্ষন হলো ডিসপ্লে । আপনার টিভির ডিসপ্লে যত ভালো হবে ততো ভালো কোয়ালিটি পাবেন। আর যদি ডিসপ্লে খারাপ হয় তাহলে টিভি দেখতে ভালো লাগবে না। তাই একটি টিভি কেনার আগে ্অবশ্যই টিভির ডিসপ্লে সম্পর্কে জেনে নিবেন।
ভিডিও কোয়ালিটি কেমন
আপনার টিভির মূল কাজ হলো যেহুতো ভিডিও দেখা তাই আপনাকে টিভি কেনার আগেই ভিডিও কোয়ালিটি চেক করে নেওয়া প্রয়োজন। মনে রাখবেন টিভি যতই ভালো হোক ভিডিও কোয়ালিটি ভালো কিনা চেক করে নিতে হবে তাহলে ঠকবেন না।
অডিও কোয়ালিটি
টিভির আরেকটি মূল কাজ হলো অডিও। অডিও ছাড়া আপনি টিভি দেখতে পারবেন না। তাই টিভি কেনার আগে অবশ্যই অডিও কোয়ালিটি চেক করে নিবেন।
কানেক্টিভিটি
টিভির মূল জিনিস গুলোই হলো কানেক্টিভিটি। যদি কানেক্টিভিটি যটেষ্ট ভালো না হয় তাহলে সমস্যা পড়বেন। তাই টিভি কেনার আগে কানেক্টিভিটি চেক করে নিবেন। তাহলে আশা করা যায় আপনি একটি ভালো স্মার্ট টিভি কিনতে সক্ষম হবেন।
ব্র্যন্ড সিলেকশন
টিভি কেনার আগে টিভি ব্র্যন্ড সম্পর্কে জানা অত্যন্ত গুরুপ্তপুর্ন। জনপ্রিয় কিছু ব্র্যন্ড হলো ঃ সনি, এলজি, ওয়ালটন, প্রাইম এছাড়াও আরো বেশ কিছু ভালো ভালো স্মার্ট টিভির ব্র্যন্ড রয়েছে । এগুলো জেনে বুঝে অবশ্যই আপনি টিভি কিনবেন।
স্মার্ট টিভিতে যেগুলো করা যায়
স্মার্ট টিভিতে বেশ কিছু কাজ করা যায় তা হলো ঃ সরাসরি ওয়াইফাই ব্যাবহার করা যায় , ইউটুইব ব্যবহার করা যায়, সরাসরি যেকোন টিভি চেনেল সরাসরি দেখা যায় ইত্যাদি। স্মার্ট টিভি বর্তমানে ভালো একটি টিভি । যত দিন যাচ্ছে স্মার্ট টিভির চাহিদা ততো বৃদ্ধি পাচ্ছে তাই সারা বিশ্বে স্মার্ট টিভির দর্শক দিন দিন বেড়েই চলছে। আগেকার টিভি গুলোর চেয়ে বর্তমানে স্মার্ট টিভির চাহিদা ব্যাপক হারে বাড়ছে।
আরো পড়ুন ঃ আজকের ক্রিকেট খেলা
আগের টিভি গুলোতে অনেক সুবিধা পাওয়া যেত না যা বর্তমানে স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে। যেমন ধরেন আগেকার টিভিতে শুধু সাদাকালো ভিডিও বা ছবি দেখা যেত কোন কালারিং ছবি বা ভিডিও দেখা যেত না । আর আজকের যুগে সবধরনের ছবি ভিডিও যাই বলেন না কেন সব খুব সহজেই দেখা যায়।
স্মার্ট টিভির চাহিদা এক সময় কম ছিল তার অন্যতম কারন হলো টিভি গুলোর দাম বেশি ছিল। আর আজকের যুগে খুব ভালো ভালো স্মার্ট টিভি স্বল্প দামে পাওয়া যাচ্ছে তাই গ্রাহক বা দর্শক এই স্মার্ট টিভির দিকে ঝুকে পড়ছে। তাই স্মার্ট টিভি নির্মাতারা আরো ভালো ভালো টিভি বাজারে আনছে দর্শক আনার জন্য। স্মার্ট টিভির সুবিধা বলার মতো নয় এর সুবিধা অনেক বেশি।
এন্ড্রয়েড টিভিতে যেগুলো করা যায়
এন্ড্রয়েড টিভিও বর্তমানে বিশ্বে প্রচুর সারা ফেলছে । তার অন্যতম কারন হলো এই টিভি গুলো দিয়ে আমরা এন্ড্রয়েড ফোনের সকল ফিচার পাবো। যেকোন এন্ড্রয়েড মোবাইলের এপস সহজেই এই টিভিতে ব্যবহার করতে পারবো । ইউটিউব দেখতে পারবো, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো। ফেসবুক ব্যবহার করতে পারবো এছাড়াও আরো বেশ কিছু কাজ আমরা এই এন্ড্রয়েড টিভিতে করতে পারবো। আসল কথা হলো আপনার হাতে থাকে এন্ড্রয়েড ফোন দিয়ে যে কাজ গুলো করতে পারতেন তা এই টিভিতেও করতে পারবেন কোন প্রকার সমস্যা হবে না।
স্মার্ট টিভি ও এন্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য
এতক্ষন আমরা যে বিষয় গুলো সম্পর্কে জানলাম তা অত্যন্ত গুরুপ্তপুর্ন । এখন আমরা জানবো এন্ড্রয়েড টিভি ও স্মার্ট টিভির মধ্যে পার্থক্য কি কি ? হ্যা অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি স্মার্ট টিভিতে যে সুবিধা গুলো পাবেন তা এন্ড্রয়েড টিভিতে পাবেন না। আবার এন্ড্রয়েড টিভিতে যে সুবিধা গুলো পাবেন তা স্মার্ট টিভিতে পাবেন না। তবে এর মানে এই নয় যে একটা ভালো আরেকটা খারাপ টিভি দুটোই ভালো তবে কিছু অপশন আলাদা হতে পারে। তাই আপনাকে আমরা জানালাম যে, কোন টিভি গুলো আপনার জন্য সুবিধা হবে। এগুলো যাচাই - বাছাই করে আপনাকে টিভি কিনতে হবে।
আরো পড়ুন ঃ মোবাইলের আপডেট দাম
স্মার্ট টিভিতে বেশ কিছু ভালো ভালো অপশন আছে যেগুলো আপনি সাধারন এন্ড্রয়েড টিভিতে পাবেন না। স্মার্ট টিভি ভালো একটা টিভি এতে কোন সন্দেহ নাই। আমার কাছে যদি আপনি সাজেশন চান তাহলে আমি আপনাকে অবশ্যই স্মার্ট টিভি নিতে সাজেস্ট করবো।
শেষ কথা
আমরা আজ স্মার্ট টিভি সম্পর্কে আপনাদের এটুজেড ধারনা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। শেষ করছি আজকের আর্টিক্যাল দেখা পরের কোন আর্টিক্যালে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url