দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয়
দাঁত সৃষ্টিকর্তার দেয়া এক অমুল্য সম্পদ । আমরা অনেকেই দাঁতের যত্ন নেয় না এর ফলে আমাদের দাঁতের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতেই মূলত আজকের এই আর্টিক্যাল টি তৈরী করা হয়েছে । আজকের এই আর্টিক্যালটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ পড়বে ? এটা করা ভালো নাকি খারাপ ইত্যাদি ।
আজকের আর্টিক্যালেরসুচিপত্রঃ
দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয়
দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা লাগে ? আজকের আর্টিক্যালে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো। সাধারণত আমাদের অবহেলার কারনে বা দাঁতের যত্ন না নেওয়ার কারনে আমাদের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ দেখা দেয়। আর এই রোগ গুলো থেকে বাচঁতে আমাদের দাঁতের রুট ক্যানেল করতে হয়। আপনার যখন দাঁতে বেশ কিছু সমস্যা ধরা পড়ে তখন ডাক্তার আপনাকে দাঁত রুট ক্যানেল করতে বলে । যার কারনে আমরা যারা দাঁত রুট ক্যানেল কখনো করি নাই তাদের মাথায় ঘুরতে থাকে দাঁত রুট ক্যানেল করতে কত টাকার প্রয়োজন হয়।
আরো পড়ুন ঃ ডাইবেটিস রোগির খাদ্য তালিকা
আমাদের যখন দাঁতের ভিতর কালো দাগ পরে যায় বা দাঁতের মধ্যে গর্ত হয়ে যায়। তখন আমাদের দাঁতকে পরিস্কার করতে এবং দাঁতের মধ্যে থাকা জিবানুকে ধ্বংস করতে দাঁত রুট ক্যানেল করতে হয়। এবং যাদের দাঁত ঠান্ডা কোন কিছূ খেলে শিরশির করে বা দাঁঁত ব্যাথা করে তাদের জন্যও দাঁ স্কেলিং বা রুট করার প্রয়োজন হয়ে থাকে।
দাঁত আমরা সবাই সুস্থ ও সবল রাখতে চাই। আবার অনেকেই দাঁতকে যত্ন নেয় না যার ফলে আমাদের দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর একারনেয় আমাদের দাঁত স্কেলিং বা পরিস্কার করার প্রয়োজন হয়ে পড়ে। দাঁত রুট করতে আমাদের তেমন কোন নির্দিষ্ট খরচ নেই।
আপনি যদি আপনার দাঁত ভালো কোন ডাক্তার দিয়ে রুট করান তাহলে খরচ একটু বেশি পড়বে আর যদি কোন নরমাল ডাক্তার দ্বারা আপনার দাঁত স্কেলিং বা রুট ক্যানেল করান তাহলে আপনার খরচ একটু কম পড়বে। তবে আমি আপনাকে বলবো যদি আপনি আপনার দাঁত সুস্থ ও ভালো ভাবে রুট করতে চান তাহলে ভালো কোন ডাক্তার দ্বারা করান।
রুট ক্যানেল করতে কতদিন সময় লাগতে পারে
রুট ক্যানেল করতে কতদিন সময় লাগবে ? আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুপ্তপুর্ন। আমাদের দাঁত রুট ক্যানেল করতে খুব বেশি সময় লাগবে না । সেটি নির্ভর করে আপনার রুট ক্যানেল এর উপর বা আপনার কাজের উপর। যদি আপনার রুট ক্যানেলটি খুব যত্ন সহকারে করেন তাহলে আপনার সময় একটু বেশিই লাগতে পারে।
আর যদি আপনার দাঁত রুট ক্যানেল একটু নরমাল ভাবে করতে চান তাহলে আপনার সময় একটু কম লাগবে । যদিও এখন উন্নত মানের মেশিন দিয়ে দাঁত ক্যানেল করা হয় এতে খুব বেশি সময় লাগে না । তবে আপনার জানতে হবে যে, আপনি রুট ক্যানেল কার কাছে করছেন । সে উন্নত মানের মেশিন ব্যবহার করে কিনা ।
রুট ক্যানেল এর উপকারিতা
আমরা ইতি মধ্যেই জেনেছি যে রুট ক্যানেল করতে আমাদের কত টাকা খরচ হয় বা লাগতে পারে । তাই এখন আমরা আপনাদের জানাবো রুট ক্যানেল এর উপকারিতা কি কি ? রুট ক্যানেল করলে আমাদের অনেক উপকার হয় । তার মধ্যে অন্যতম হলো দাঁতের ব্যাকটরিয়া বা দাঁতের জীবানু গুলো ধ্বংস হয় এবং আমাদের দাঁত অনেকটাই রোগ মুক্ত হয়।
আরো পড়ুন ঃ বিচি কলা খাওয়ার উপকারিতা
যদি এমনটা হয় যে, আপনার দাঁতের সমস্যা কিছুটা ভালো আর কিছু অসুস্থ মনে হয় তাহলে আপনি দাঁত রুট ক্যানেল বা স্কেলিং করলে সমস্যা সমাধান হবে। দাঁত রুট ক্যানেল বা স্কেলিং করলে আপনার দাঁতের আহির বা কালো কালো দাগ গুলো মুছে যাবে এবং আপনার দাঁত অনেকটা সাদা ফকফকে হয়ে যাবে এতে আপনি হাসতে স্বাছন্দ বোধ করবেন ।
দাঁত রুট বা স্কেলিং করলে অনেকেই মনে করে থাকে দাঁত ক্ষয় যাবে ইত্যাদি । বিষয়টা এরকম না আপনি যদি দাত স্কেলিং বা রুট ক্যানেল করেন তাহলে আপনার দাঁত সবসময় পরিস্কার পরিছন্ন থাকবে। আবার কোন কিছুই অতিরিক্ত করা উচিত নয় । বছরে ১ বার করবেন অতিরিক্ত করবেন না এতে আপনার দাঁতে আরো সমস্যা দেখা দিতে পারে।
রুট ক্যানেল এর ক্ষতির দিক
দাঁতের রুট ক্যানেল বা স্কেলিং এর উপকারিতা যেমন রয়েছে ঠিক তেমনি ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনি যদি সঠিকভাবে আপনার দাঁত স্কেলিং বা রুট করতে না পারেন তাহলে আপনার দাঁতে তিব্র ব্যাথা হতে পারে। তাই বুঝে শুনে ভালো করে আপনার দাঁত ভালো করে স্কেলিং বা রুট ক্যানেল করুন। এতে আপনি সুবিধায় বেশি পাবেন আশা করা যায়।
আর আগেই বলেছি আপনার দাঁত এক অমুল্য সম্পদ তাই আপনার দাঁতকে যত্ন করতে শিখুন । নইতো ক্ষতির সম্ভাবনাও কিন্তু কম না । এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার দাঁতকে যত্ন করতে হবে।
রুট ক্যানেল বা স্কেলিং কতটা স্থায়ী হয়
রুট ক্যানেল বা স্কেলিং কতটা স্থায়ী হবে সেটা নির্ভর করবে আপনার দাঁতকে কতটা ভালো করে স্কেলিং করেছেন। যদি ভালো ভাবে স্কেলি বা রুট ক্যানেল করেন তাহলে সেটি দীর্ঘ স্থায়ী হয়ে থাকে। আর যদি সেটি বা দাঁতের রুট ক্যানেল নরমাল ভাবে করা হয় তাহলে সেটি খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না।
তাই রুট বা দাঁতের স্কেলিং আপনি খুব ভালো ভাবে করার চেষ্টা করুন যাতে খুব বেশি স্থায়ী হয় । নইতো সেটি খুব বেশি স্থায়ী নাও হতে পারে। দাঁতের রুট ক্যানেল বা দাঁতের স্কেলিং খূব গুরুপ্তপুর্ন একটি ধাপ এটি আপনার দাঁতকে সুস্থ সবল রাখতে সহায়তা করে তাই আপনি যদি আপনার দাঁতকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বছরে ১ বার দাঁত রুট ক্যানেল বা স্কেলিং করুন।
রুট ক্যানেল করার আগে করনীয়
দাঁত রুট ক্যানেল করার আগে আমাদের যেসব বিষয় জানা প্রয়োজন। আমরা ইতিমধ্যেই দাঁত রুট ক্যানেল বা স্কেলিং নিয়ে আপনাদের বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করেছি । এখন আমরা আপনাদের দাঁত রুট ক্যানেল করার আগে যেসব- বিষয়ে খেয়াল রাখতে হবে তা নিয়ে আলোচনা করবো।
আরো পড়ুন ঃ গাজর খাওয়ার উপকারিতা
দাঁত রুট ক্যানেল বা স্কেলিং করতে যেসব- যন্ত্রপাতি লাগে তা আমরা আগে ভাবে দেখবো সেটা পরিস্কার কি না। যদি যন্ত্রপাতি পরিস্কার না হয় তাহলে সেখানে জীবানুসহ ব্যাকটরিয়া থাকতে পারে আর এতে আপনার দাঁতের মধ্যে ব্যাকটরিয়া গুলো জমতে থাকে।
তাই অবশ্যই খেয়াল রাখবেন যন্ত্রপাতি গুলো পরিস্কার পরিছন্ন রয়েছে কি না। তার পর আপনাদের যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে - তা হলো আপনি যার কাছে দাঁত রুট করাবেন বা স্কেলিং করাবেন তার পূর্ব অভিঙ্গতা কতটুক। যদি ডাক্তার ভালো না হয় তা হলো রুট ক্যানেল করতে শুরু করলে আপনার ব্যাথা শুরু হতে পারে।
রুট ক্যানেল করার পরে করনীয়
দাঁত স্কেলিং বা রুট ক্যানেল করলে যে বিষয় গুলো করা যাবে না। যেমন- অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া যাবে না। জুরে জুরে দাঁত ব্রাশ করা যাবে না। যদি সম্ভব হয় তাহলে দাঁত ব্রাশ করা কিছু দিন ছেড়ে দিন । এতে আপনার দাঁত মজবুত ও শক্ত থাকবে । যা দীর্ঘদিন আপনার দাঁত ভালো রাখতে সহায়তা করবে।
এই নিয়ম গুলো আপনাকে মানতেই হবে নইতো পরে আপনাকে পস্তাতে হতে পারে। দাঁত রুট ক্যানেক করার পর অতিরিক্ত ঝাল খাবেন না তার কারন যদি আপনি অতিরিক্ত ঝাল খান তাহলে আপনার দাঁতে অনেক সমস্যা দেখা দিতে পারে ।
অতিরিক্ত গরম পানি পান করবেন না বা খাবেন না। যদি অতিরিক্ত গরম পানি পান করেন তাহলে আপনার দাঁতের মাড়ি ফুলে যেতে পারে । তার কারন ও অবশ্য আছে যদি আপনার মাড়ি ফুলে যায় তাহলে আপনার দাঁতের ব্যাকটরিয়া গুলো আপনার দাঁতের ক্ষতি করতে পারে।
শেষ কথা
দাঁত সৃষ্টিকর্তার দেওয়া অমুল্য এক সম্পদ। এই দাঁতকে আমরা অনেকেই যত্ন নেয় না। এটা ঠিক না আমাদের দাঁতকে সুন্দর ও সুস্থ রাখতে অবশ্যই আমাদের যত্ন নিতে হবে । যদি আপনি আপনার দাঁতের যত্ন না নেন তা হলে আপনাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে । তাই আমার অনুরোধ আপনারা আপনার দাঁতের যত্ন নিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজ এতটুকুই আসছি পরের কোন আর্টিক্যালে ততো দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url