ক্রিকেট লাইভ | আজকের খেলা ক্রিকেট

 আমরা সবাই খেলা প্রেমী তাই যেকোন দেশের খেলা আন্তর্জাতীক বা প্রিমিয়ার লীগ দেখতে পছন্দ করি। তবে এই খেলা গুলো দেখতে আমাদের ডিসের লাইন প্রয়োজন হয় কিন্তু কেমন হতো যদি আপনার হাতের মোবাইলের মাধ্যমে যেকোন দেশের ক্রিকেট খেলা লাইভ অর্থাৎ সরাসরি দেখতে পেতেন ?

হ্যা আজকের এই আর্টিক্যালে আমরা ক্রিকেট লাইভ বা আজকের খেলা লাইভ কিভাবে দেখবেন তা নিয়ে আলোচনা করবো । তো চলুন শুরু করা যাক তার আগে একটি বিষয় আমাদের বিশেষ ভাবে জানতে হবে তা হলো আমরা কোন দেশের খেলা বা কোন দেশের প্রিমিয়ার  লীগ দেখবো তা নিশ্চিত হওয়া।

পেজ সূচিপত্রঃপোষ্টসূচিঃ

আজকের খেলা ক্রিকেট

আজকের খেলা ক্রিকেট লাইভ কিভাবে দেখবেন ? তা আগে আলোচনা করি চলুন । আজ কে কোন দেশের খেলা চলছে তা গগুলে সার্চ দিলেই পেয়ে যাবেন তার মধ্য থেকে কোন খেলা আপনি সরাসরি বা লাইভ দেখবেন তা ঠিক করুন । ক্রিকেট খেলা বিশ্বের বহু মানুষ পছন্দ করে তাই ক্রিকেট খেলার প্রতি মানুষের এতো চাহিদা । আজকের খেলা ক্রিকেট কিভাবে দেখবেন তা সম্পুর্ন আর্টিক্যালটি পড়লেই আপনি বুঝতে পারবেন।


আমরা জানি প্রতেকটা দিন পৃথিবীর যেকোন দেশের বা যেকোন ক্রিকেট লীগ খেলা হয়েই থাকে । মনে করেন আজকে বিপিএল খেলা রয়েছে কাল আবার বিগবেশ খেলা রয়েছে এভাবে একটা না একটা খেলা থাকবেই সেখানে থাকতে পারে আন্তর্জাতিক খেলাও আশা করি বুঝতে পারছেন আজকের খেলা ক্রিকেট কিভাবে জানবেন।

ক্রিকেট লাইভ কেন ডিস ছাড়া দেখা যায় না


আমাদের মাথায় একটা কমন প্রশ্ন ঘোরপাক খায় সেটি হলো ক্রিকেট খেলা লাইভ বা সরাসরি ডিস লাইন ছাড়া কেন দেখা যায় না ? যদি এমন হতো আমরা যেকোন দেশের যেকোন ক্রিকেট খেলা লাইভ দেখতে পারতাম কোন একটা ওয়েবসাইটে তাহলে তো ডিস লাইনের প্রয়োজন হতো না।

ঠিক এই প্রশ্নটা আমার মাথায় ও এক সময় ঘোরপাক খেত কিন্তু বিষয়টা জানার পর আর আমার এই প্রশ্নটা মাথায় আসে না। এই আর্টিক্যালটি সম্পুর্ন পড়লে আপনি জেনে যাবেন ক্রিকেট খেলা লাইভ বা সরাসরি ডিস লাইন ছাড়া কেন দেখা যায় না ।


আসল কথা হলো একটি দেশের আন্তর্জাতিক খেলা বা যেকোন ক্রিকেট খেলা তারা চাই না সবাই এটা ব্যবহার করে মুনাফা কামিয়ে নেওয়ার পাইতারা করুক। বা আরো শত শত কারন রয়েছে  তার মধ্য অন্য তম হলো সেই দেশের সরকার কর্তৃক যে টিভি চ্যানেল গুলো রয়েছে অনুমোদিত রয়েছে সেই চ্যানেল গুলোতেই শুধুমাত্র খেলা সম্প্রচার করতে পারবে। 

আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না বলেই শুধু মাত্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম । যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন আমি পরবর্তিতে আপনাদের এই বিষয় নিয়ে আরেকটি আর্টিক্যাল দিবো।

ক্রিকেট লাইভ


এবার আসি মূল বিষয়ে ক্রিকেট খেলা লাইভ কিভাবে দেখবেন ? হ্যা আপনি চাইলে ডিস লাইন বা টিভি ছাড়া যেকোন ক্রিকেট খেলা লাইভ দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্ট
ফোন দিয়ে তাও আবার একদম বিনামূল্য।


ধরুন আজ আইপিএল খেলা আছে বা অন্য কোন খেলা আছে এখন কি আপনি সারাক্ষন খেলা চলা কালিন টিভির সামনে বসে থাকবেন নিশ্চয় নই । তাই আজকে আপনাদের এমন একটা অ্যাপ এর কথা বলবো যেই অ্যাপের মাধ্যমে আপনারা পৃথিবীর যেকোন ক্রিকেট খেলা লাইভ দেখতে পারবেন। সেটি হোক বাংলাদেশের বা যেকোন দেশের খেলা।

এই অ্যাপটি বিশ্বব্যাপি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে । তবে মজার বিষয় হলো এই অ্যাপটি আপনি গগুল প্লে-স্টোরে পাবেন না । অ্যাপটির নাম হলো এইচডি স্ট্রিম (HD STRIMZ) এছাড়াও আরো বহু অ্যাপ রয়েছে তার মধ্য এটি সেরা অ্যাপস ।

কিভাবে ক্রিকেট লাইভ দেখার অ্যাপস ডাউনলোড করবেন

বিশ্বের যেকোন ক্রিকেট খেলা লাইভ দেখতে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে আপনার মোবাইলে তো চলুন কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তা নিয়ে আলোচনা করি।

প্রথমে আপনাকে গগুলে যেতে হবে এবং তারপর HD STRIMZ লিখে সার্চ করতে হবে তার পর এরকম রেজাল্ট আসবে 



লাল মার্ক করা সাইট থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার মোবাইলে ইনস্টল করুন শেষ এখন উপভোগ করুন আপনার পছন্দের লাইভ ক্রিকেট খেলা।


বিপিএল খেলা লাইভ

বর্তমানে আমাদের বাংলাদেশে জনপ্রিয়ে একটি লীগ চলছে যেটার নাম বিপিএল। এই বিপিএলের খেলা গুলো কিভাবে দেখবেন ভাবছেন ? ভাবনার কিছু নেই এই ম্যাচ গুলো আপনি ডিস লাইন বা টিভি ছাড়া দেখতে পারবেন বিনামূল্যে তো চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার মোবাইলে বিপিএল খেলা লাইভ দেখবেন।

যে অ্যাপস গুলো ‍দিয়ে দেখা যাবেঃ
  • টফি
  • এইচডি স্ট্রিমজ
এই দুইটি অ্যাপ দিয়েই আপনি বিপিএল খেলা সরাসরি দেখতে পারবেন । অনেকেই বলবেন এইচডি স্ট্রিমজ অ্যাপের সন্ধান তো দিলাম কিন্তু টফি অ্যাপ কোথায় পাবো ? চিন্তার কারন নেই এটি বাংলাদেশের একটি জনপ্রিয় অ্যাপন গগুল  প্লে-স্টোরেই অ্যাপটি পাবেন তাই আর বল্লাম না।


শেষ কথা

আজকের আর্টিক্যালে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ক্রিকেট লাইভ, আজকের খেলা ক্রিকেট কিভাবে সরাসরি দেখবেন । আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি খুব দ্রুত আপনার কমেন্টের উত্তর দিবো।

আর যদি কোন গুরুপ্তপুর্ন তথ্য থাকে তাহলে আমাকে মেইল করতে পারেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সাইটের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url