অর্ডিনারি আইটি সম্পর্কে যাবতীয় সকল তথ্য - Ordinaryit
আপনি যদি অর্ডিনারি আইটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিক্যাল আপনার জন্যই । আজকের এই আর্টিক্যালটি পড়লে আপনি অর্ডিনারি আইটি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আমরা আজ নিখুত ভাবে অর্ডিনারি আইটি সম্পর্কে জানবো।
অর্ডিনারি আইটি বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে আর্টিক্যাল লিখে থাকে। তা ছাড়াও অর্ডিনারি আইটি বেশ কয়েকটি কাজ করে থাকে যা আমরা নিচে আলোচনা করবো তো চলুন শুরু করি।
সূচিপত্রঃ অর্ডিনারি আইটিপোষ্টসূচি
অর্ডিনারি আইটি কি
আমরা জানি বাংলা ভাষায় আর্টিক্যাল লিখে সেগুলো অর্ডিনারি আইটি ওয়েবসাইটে আপলোড করে থাকে। অর্ডিনারি আইটি বাংলাদেশের একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান। অর্ডিনারি আইটি বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।
অর্ডিনারি আইটির মালিক বা এডমিন হলেন কাওসার ভাই । যিনি তার ওয়েবসাইট পরিচালনা করা ছাড়াও আরো বেশ কিছু কাজ করে থাকে । তা হলো বিভিন্ন কোর্স করানো ও সার্ভিস বিক্রি করে থাকেন অর্ডিনারি আইটির বেশ কিছু কাজ নিচে দেওয়া হলোঃ
- ব্লগ লেখা লেখি করা ।
- ব্লগ বিক্রি করা।
- ফ্রিলান্সিং শেখানো।
- ডিজিটাল মার্কেটিং কোর্স করানো।
- ওয়েবসাইট ব্যকলিংক ।
- ওয়েব সাইট বিক্রি।
- গগুল এডসেন্স এপ্রুভাল কোর্স।
এছাড়াও বহু ধরনের সার্ভিস দিয়ে থাকে অর্ডিনারি আইটি প্রতিষ্ঠানটি। তাই আজ আমরা অর্ডিনারি আইটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
অর্ডিনারি আইটির থীম
আমরা জানি অর্ডিনারি আইটির থীম অনেক জনপ্রিয় একটি থীম । এই থীমের আসল নাম জেট থীম এটি অর্ডিনারি আইটি ব্যবহার করে থাকে। শুধু তাই নয় অর্ডিনারি আইটি প্রতিষ্ঠান তাদের এই কাষ্টমাইজ প্রিমিয়াম থীমটি সকল মানুষকে ফ্রিতে দিচ্ছেন।
যা প্রায় বাংলাদেশের ৮০% ব্লগার সাইটে দেখা যায়। যারা নতুন ব্লগিং শুরু করতে চান তাদের জন্য এটি খুশির সংবাদ তার কারন আমরা অনেকেই টাকার কারনে ওয়েবসাইট করে ব্লগি শুরু করতে পারি না। বর্তমানে একটা প্রিমিয়াম থীম কিনতে গেলে আমাদের অনেক টাকা প্রয়োজন হয়।
আরো পড়ুনঃ শবে বরাতের ফজিলত
কিন্তু অর্ডিনারি আইটি আমাদের তাদের নিজস্ব ব্যবহার কৃত প্রিমিয়াম থীমটি আমাদের ফ্রীতে দিচ্ছেন কোন প্রকার স্বার্থ ছাড়াই। তাই অর্ডিনারি আইটি বাংলাদেশের নতুন ফ্রিলান্সারদের মনে জায়গা করে নিয়েছে ।
আপনারা যারা অর্ডিনারি আইটির প্রিমিয়াম থীমটি নিতে চান তাহলে আপনাদের অর্ডিনারি আইটি ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে খুব সহজেই আপনি থীম টি ডাউনলোড করে নিতে পারবেন একদম বিনামুল্য । আমি চাইলেই থীম টি আপনাদের দিতে পারতাম কিন্তু অর্ডিনারি আইটির নিষেদ রয়েছে যার কারনে তাদের কাছেই নিতে হবে।
অর্ডিনারি আইটির কোর্স কেমন
যারা অর্ডিনারি আইটির কোর্স করেছে তারা সবাই এখন ভালো পজিশনে না থাকলেও কোর্সের প্রশংসা করেছে। ইতি মধ্যেই প্রচুর শিক্ষার্থী তাদের পরাশুনার পাশাপাশি অনলাইন ও অফলাইনে অর্ডিনারি আইটির কোর্স করেছেন।
তাদের মধ্যে যারা ভালো পরিশ্রম করতে পারছে তাদের মধ্যে অনেকেই আজ সফলতার মুখ দেখতে পেয়েছে। যারা কোর্স করেছে কোন মতো কিন্তু অর্ডিনারি আইটির নিয়ম কানুন মানে নাই বা এক কথায় পরিশ্রম করতে পারে নাই তারা আজ ব্যার্থ।
কিন্তু এতে অর্ডিনারি আইটির কোন দুষ নেই । আমি আপনাকে ১০০% সিওর দিতে পারবো যে, অর্ডিনারি আইটির কোর্স করলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। কিন্তু ইনকাম নির্ভর করবে আপনার কাজের উপর তাই আমি ইনকামের নিশ্চয়তা দিতে পারবো না।
অর্ডিনারি আইটির সুযোগ সুবিধা
বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সিং লার্নিং পয়েন্ট বা এজেন্সি আছে কিন্তু সবার সুযোগ সুবিধা এক রকম না। অর্ডিনারি আইটির সুযোগ সুবিধা একটু বেশিই আমার মনে হয়েছে। তার কারন অর্ডিনারি আইটির কোর্স করলে আপনি তাদের সাথে ২৪ ঘন্টায় সাপোর্ট পাবেন ।
সবসময় তাদের একজন সাপোর্ট ইন্জিনিয়ার বসে থাকে আপনাদের সেবা বা সাহায্য করার জন্য। এছাড়াও তাদের সাথে কাজ করার সুযোগ ও পেতে পারেন। কোর্স শেষে ভালো মানের একটা সার্টিফিকেট ও পেয়ে যাবেন। এছাড়াও আরো বহু সুযোগ সুবিধা রয়েছে অর্ডিনারি আইটিতে তাই যারা কোর্স করতে চান তাদের জন্য ভালো একটা প্রতিষ্টান হবে।
অর্ডিনারি আইটির ইনকাম
সব সময় মনে রাখবেন আপনি যার কাছে ফ্রিলান্সিং শিখবেন তার ইনকাম প্রুফ দেখতে চাইবেন বা যাচাই করবেন সে আসলেই ইনকাম করতে পারছে কিনা। যদি কোন শিক্ষক তার প্রুফ না দেখাতে পারেন তাহলে আপনার উচিত হবে তাকে এড়িয়ে চলা তার কারন সেই যদি ইনকাম করতে না পারে তাহলে আপনি তার কাছে শিখে কি ইনকাম করবেন।
আরো পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায়
আলহামদুলিল্লাহ অর্ডিনারি আইটির ইনকাম প্রুফ তাদের নিজস্ব ওয়েবসাইট ও ইউটুইব চ্যানেলে দেখতে পাবেন। অর্ডিনারি আইটি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে থাকেন। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করুন।
আর্টিক্যাল লিখে আয় পেমেন্ট বিকাশ
মজার বিষয় হলো অর্ডিনারি আইটিতে আপনি চাকরি করতে পারবেন কোন প্রকার কোর্স ছাড়াই। তারা আপনাকে সম্পুর্ন আর্টিক্যাল লেখা শিখিয়ে দিবে একদম বিনামূল্যে যা আর বাংলাদেশে কেউ দিতে পারবেনা বলে আমি মনে করি।
অর্ডিনারি আইটির ব্লগ লেখার চাকরি টা যদি আপনি করতে চান তাহলে আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে এবং তাদের দেওয়া নিয়ম গুলি মেনে চাকরিতে যোগ দিতে হবে। অর্ডিনারি আইটির চাকরির বেতন কত ? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে।
প্রথম মাসে আপনাকে ব্লগ লেখার চাকরির জন্য বেতন দিবে ৩০০০-৪০০০ টাকা তার পর আপনার কাজের ডিপেন্ড করে বেতন বাড়ানো হবে। সর্বোচ্চ বেতন ১৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এটা আপনি ঘরে বসেই করতে পারবেন । তাই যারা বেকার বসে আছেন তারা অর্ডিনারি আইটির চাকরিটা করতে পারেন।
অর্ডিনারি আইটির সেবা কেমন
আমরা ইতিমধ্যেই জেনেছি অর্ডিনারি আইটির সেবা সম্পর্কে। তার পরেও আরো একটু জানাই আমার নিজের যাচাই সম্পর্কে। অর্ডিনারি আইটির সেবা আমি নিজে গ্রহন করেছি এবং তাদের থীমটি ও আমি ব্যবহার করছি তা আপনারা দেখতেই পারছেন।
যে কোন সমস্যা হলে আমি অর্ডিনারি আইটির সাপোর্ট সেন্টারে নক দেয় । সাথে সাথে তারা আমাকে সাহায্য করে । তাই আমি আপনাদের সাজেস্ট করবো একবার হলেও অর্ডিনারি আইটির সেবা আপনারা নিবেন এতে অনেক উপকৃত হবেন আশা করি। আমার একটা কারনে একটু খারাপ লাগছে সেটি হলো তাদের কোর্সের দাম টা একটু বেশি যদি একটু কম হতো তাহলে ভালো হতো।
অর্ডিনারি আইটির মালিক কে
অর্ডিনারি আইটির মালিক হচ্ছ কাউসার ভাই। তিনি একজন ভালো মনের মানুষ তিনি যেকোন প্রয়োজনে আমাকে সাহায্য করে থাকে। শুধু আমাকে নয় তার প্রত্যেকটা স্টডেন্ট এর সাথেই করে ভাই অনেক ভালো। বাংলাদেশে প্রচুর লার্নার আছে, কিন্তু তার মতো কেউ আছে কি না আমার সন্দেহ হয়।
অর্ডিনারি আইটির এডমিন কাউসার ভাইয়ের ব্যবহার অনেক ভালো যারা তার কাছে কোর্স করেছেন বা কথা বলেছেন তারা ভালো করেই বিষয় টা জানেন । আমি অনেক বার তার সাথে কথা বলেছি বিভিন্ন বিষয়ে তিনি আমাকে সরাসরি তালবাহানা না করে সাহায্য করেছেন।
অর্ডিনারি আইটির অফিস কোথায়
অর্ডিনারি আইটির অফিস কোথায় অনেকেই জানতে চান। যারা জানেন না তাদের কে বলছি অর্ডিনারি আইটির অফিস রাজশাহিতে । যারা সরাসরি অফিসে যেতে চান বা সেখানে গিয়ে কোর্স করতে চান তারা রাজশাহি তে যাবেন।
বিউটি প্লাজা, হাউজ নাম্বারঃ ১৮২ (তয় তলা উত্তরা) রাজশাহি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের বিল্ডিং, সপুরা ৬২০৩, বোয়ালিয়া, রাজশাহি । এটা তাদের অফিসের ঠিকানা এখানে এসে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ।
শেষ কথা
অর্ডিনারি আইটির পক্ষ থেকে কোন অর্থের সম্পর্ক আমার নেই। আমি চেষ্টা করেছি অর্ডিনারি আইটি আমি যা জানি তা আপনাদের জানাতে। তাদের কোন প্রকার প্রমোশনের জন্য আমি আর্টিক্যাল লিখিনি আমি চেষ্টা করেছি সঠিক জিনিস টা আপনাদের জানাতে। আশা করি করি বুজতে পারছেন যারা বুজতে পারেন নাই অথবা কোথাও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন । আমি যত তারাতারি পারি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।
অনেক উপকার হল ভাই আপনাকে ধন্যবাদ