আবুল খায়ের রডের দাম ২০২৪ - BSRM রডের আজকের দাম
আজ আমরা আবুল খায়ের রডের আজকের দাম নিয়ে আলোচনা করবো । রড এমন একটি উপাদান যেটি ছাড়া আপনি বাড়ি তৈরী করার কথা কল্পনাও করতে পারবেন না । বাড়ি তৈরী করতে অবশ্যই রডের প্রয়োজন আছে। তবে ইদানিং বাজারে প্রচুর কম্পানি রড তৈরী করছে সব রডই যে ভালো এমন না।
রড ভালো গুলোর দাম একরকম হয় আবার একটু মন্দ রড অন্যরকম দাম হয়ে থাকে। তাই অনেকে ভিভ্রান্তিতে পরে যান কোন রড নিবেন। বাজারে প্রচুর চাহিদা রয়েছে আবুল খায়ের রডের তাই আপনি হয়তো জানতে এসেছেন আবুল খায়ের রডের দাম কি রকম ?
সূচিপত্রঃ আবুল খায়ের রডের দামপোষ্টসূচিঃ
আবুল খায়ের রডের দাম ২০২৪
আজ আমরা জানবো আবুল খায়ের রডের দাম ২০২৪ নিয়ে। সাধারণত আমরা বড় বড় বিল্ডিং তৈরী করে থাকি। বিভিন্ন বাড়ি বা কারখানা ইত্যাদি তৈরী করতে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে আমরা কোন রড দিয়ে আমাদের বাড়ি তৈরী করলে ভালো হবে।
বাজারে যে সকল পাওয়া যায় তার থেকে অন্যতম রড হলো আবুল খায়ের রড। আপনি যদি আপনার বাড়ী নির্মান করতে চান আপনার জন্য ভালো ভুমিকা পালন করবে আবুল খায়ের রড বা বি এস আর এম রড। আপনি যদি দাম কমের আশায় বাজারের অন্যন্য রড দিয়ে আপনার বাড়ি নির্মান করতে চান তাহলে আপনার বাড়ি খুব বেশি মজবুত হবে না।
বাজারে অনেক প্রকার রড পাওয়া যায় যা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে । আপনার জানা উচিত বাজারের সবচেয়ে ভালো রডের কোম্পানি হলো আবুল খায়ের । আবুল খায়ের এর রড গুনগত মান সর্বরাহ করে এবং আপনার বাড়ূী মজবুত করে তোলে ।
আরো পড়ুনঃ পাকা কলা খাওয়ার উপকারিতা
তাই অনেকেই জানতে চান আবুল খায়ের রডের দাম সম্পর্কে । আজ আমরা আপনাদের আবুল খায়ের রডের দাম জানাবো। আপনারা হয়তো ইতিমধ্যই জেনে গেছেন আবুল খায়ের রড এর গুনগত মান সম্পর্কে তাই এখন আমরা দাম সম্পর্কে আপনাদের ধারনা দিবো।
২০২২ সালে আবুল খায়ের রডের দাম নির্ধারন ছিল ৮৮-৯৫ টাকা পর্যন্ত। কিন্তু এখন এই দামে পাবেন না তার কারন ভালো জিনিসের দাম একটু বেশিই হয়ে থাকে। সেই সময় এক টন রডের দাম নেওয়া হতো ৯৩৫০০ টাকা কিন্তু বর্তমানে এর দাম অনেক বেরে গিয়েছে।
দ্রব্যমূল্যর উর্ধগতি আমরা সকলেই জানি প্রত্যেকটা জিনিসের দাম কি পরিমান বেড়েছে। তাই এটা স্বাভাবিক যে রডের দাম বাড়বে তবে আপনি যদি আপনার প্রতিষ্টান বা বাসা বাড়ী মজবুত করে বানাতে চান তাহলে একটু দাম বেশি হলেও আপনার আবুল খায়ের রড নেওয়া উচিত।
BSRM রডের আজকের দাম ২০২৪
আমরা এতক্ষন আবুল খায়ের রডের দাম সম্পর্কে জেনেছি। আর এখন আমরা জানবো BSRM রডের দাম সম্পর্কে । বাংলাদেশের মধ্য সবচেয়ে ভালো রডের কোম্পানি হচ্ছে ২ টি তার মধ্য একটি হলো BSRM রড। এই রড সব ইন্জিনিয়াররাই সাজেস্ট করে তাই আপনি যদি আপনার বাড়ূী শক্তিশালি ভাবে তৈরী করতে চান তাহলে BSRM এই রডের বিকল্প নেই।
সাধারনত রডের কাচাঁমালের দাম বাড়ার কারনে এই উন্নত মানের রড গুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই ধারণা করছেন এই বছর রডের দাম আরো বৃদ্ধি পাবে। আপনি যদি আপনার বিল্ডিং শক্তিশালী ও মজবুত করতে চান তাহলে একটু দাম বেশি হলেও এই রড গুলো ব্যবহার করা উচিত।
ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। আপনি যদি আপনার বিল্ডিং মজবুত ও শক্তিশালী করতে চান তাহলে মজবুত ও শক্তিশালী রড আপনাকে নিতে হবে। তার কারন একটি বিল্ডিং শক্তিশালী করতে সবচেয়ে বেশি ভুমিকা পালন করে থাকে রড। রড যদি ভালো না হয় তাহলে আপনার বাড়ী বা বিল্ডিং হলো ঠিকই কিন্তু আপনার বিল্ডিং মজবুত ও শক্তিশালী হলো না।
দাম একটু বেশি হলেও এর কাজ কিন্তু অসাধারণ। এক সময় এই রডের দাম ছিল প্রতি কেজি ১০২ টাকা করে। এবং এক টন রডের দাম ছিল ৯৮০০০ টাকা । কিন্তু বর্তমানে এই দামে নাও পেতে পারেন তবে আপনাকে বাজারে গিয়ে দাম জেনে নিতে হবে।
Aks রডের আজকের দাম ২০২৪
Aks রডের দাম কত ? বাজারে যে সকল রড পাওয়া যায় তার মধ্য অন্যতম রড হলো Aks । বাংলাদেশের রডের শীর্ষ কোম্পানি গুলোর মধ্য একটি হলো একে এস রড। এই রড আপনার বিল্ডিং মজবুত করতে অনেক সহায়তা করবে।
যেহুতো প্রায় সব রডের দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্য এই রডের দাম ও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এক কেজি একে এস রড এর দাম ৯২ টাকা আর এক টন রড যদি কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৯২০০০ হাজার টাকা। তবে রডের দাম প্রতিনিয়তই কম বেশি হতে পারে আপনাকে বাজার থেকে দাম জেনে নিতে হবে।
Gph রডের আজকের দাম ২০২৪
Gph রডের দাম কত ? আমরা জানি বাংলাদেশের বেশ কিছু রডের কোম্পানি রয়েছে তার মধ্য অন্যতম রড কোম্পানি হলো Gph রড কোম্পানি । আপনি যদি Gph রড কিনতে চান তাহলে আপনাকে এর দাম সর্ম্পর্কে জানতে হবে।
আরো পড়ুনঃ তাহাজ্জুদ নামাজের নিয়ত
সাধারণত এর নির্মান খরচ বা কাচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এই রডের দাম ও কিছুটা বৃদ্ধি পেয়েছে । আপনি যদি এক কেজি জিপিএইচ রড কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৮৫-৯০ টাকা । আর যদি আপনি এক টন রড কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৯০০০০ হাজার টাকা।
তবে আপনাকে মাথায় রাখতে হবে রডের দাম প্রতিনিয়তই কম বেশি হয়ে থাকে। আপনাকে বাজারে দাম সম্পর্কে খোজ খবর নিতে হবে।
বাংলাদেশে আজকে রডের দাম কত
বাংলাদেশে আজকের রডের দাম কত ? আমরা ইতিমধ্যেই রডের কয়েকটি উন্নত মানের কোম্পানির দাম সম্পর্কে আপনাদের জানিয়েছি। আমরা জানি দ্রব্য মুল্যর দাম বাড়ার কারনে রডের কাচামালের ও দাম বেড়েছে। ২০২২ সাল থেকে রডের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।
তাই আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২০২৪ সালে বাংলাদেশে রডের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় এই দাম বাড়তেই আছে আজকের এই রড কোম্পানির রড গুলোর দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন হলো রডের কাচামালের দাম বৃদ্ধি পাওয়ার জন্য।
১ কেজি রডের দাম কত ২০২৪
আমরা ইতি মধ্যেই আপনাদের রড সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে বাংলাদেশের জনপ্রিয় রড কোম্পানি গুলোর রডের দাম সর্ম্পকেও আপনাদের জানিয়েছি। চলুন আপনাদের আবার মনে করানোর জন্য আবার দাম গুলো নিচে দেওয়া হলো।
- Aks রডের দাম ৯২ টাকা।
- Gph রডের দাম ৯০ টাকা।
- BSRM ৯৮ টাকা।
উপরে বেশ কিছু উন্নত মানের রডের দাম আপনাদের জানিয়েছি। এছাড়াও বাজারে আরো বহু রকম রড রয়েছে তার দাম সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি অন্য একটি আর্টিকেলে আপনাদের জানিয়ে দিবো।
লেখকের শেষ কথা
আজ আমরা আপনাদের আবূল খায়ের রডের দাম ২০২৪ সম্পর্কে জানালাম। এবং এর সাথে বাংলাদেশের আরো কিছু উন্নত মানের রডের দাম আপনাদের জানিয়েছি। মনে রাখবেন রডের দাম কম বেশি হতে পারে তাই দোকানদারের কাছ থেকে জেনে নিবেন। যদি কোথাও ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের আর্টিক্যাল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন আর্টিক্যালে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url