বিকাশে ভুলে টাকা চলে গেলে কিভাবে ফেরত পাবো
বন্ধুরা আজ আমরা একটি গুরুপ্তপুর্ন আর্টিক্যাল নিয়ে এসেছি বিকাশে ভুলে টাকা চলে গেলে কিভাবে ফেরত পাবো । আমরা প্রায় অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করি, আমরা টাকা পাঠাতে পারি যেকোন বিকাশে সেটা এজেন্ট হোক কিংবা পার্সোনাল। মানুষ মাত্রই ভুল আমরা কোন না কোন সময় হাঠাৎ বিকাশ নাম্বারে টাকা পাঠাতে ভুল নাম্বার দেই আর সেকেন্ডেই টাকা চলে যায় সেই নাম্বারে ।
তখন আমরা খুব টেনশনে পড়ে যায় টাকা কিভাবে ফেরত পাবো। টাকা কম হোক আর বেশি হোক আমরা কেউ চাই না আমাদের কষ্টের টাকা কেউ নিয়ে যাক। সত্তি কথা হলো আমাদের কিছু ভুলের কারনে সেই টাকা ফেরত পাই মাত্র ২০% লোক আর বাকিরা সেই টাকা আর ফেরত আনতে পারে না । তাই আজ আমরা আপনাদের কিছু কৌশল বলবো, যদি আপনি ভুলে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনার অনেক কাজে লাগবে এবং ১০০% আপনার কষ্টের টাকা ফেরত পাবেন ।
এই আর্টিক্যালের সূচিপত্রঃপোষ্টসূচিঃ
বিকাশে ভুলে টাকা চলে গেলে আমরা যে ভুল গুলো করি
যদি আমরা কোন ভুল নাম্বারে টাকা পাঠাই তার পর যে গুলো করি তা নিচে দেওয়া হলোঃ
- আমরা সাথে সাথে সেই নাম্বারে কল দেই এবং তাকে সব বলে দেই।
- তার কাছে টাকা ফেরত চাই।
- নাম্বার খুজার চেষ্টা করি।
- তার পরিচয় চাই।
- তার কাছে ফোন দিয়ে কাকুতি মিনতি করি।
- তার ঠিকানা জানতে চাই।
আরো পড়ুনঃ মধুর উপকারিতা কি কি
এগুলো ভুল আমরা ৯০% লোকই করে থাকি বিশেষ করে গ্রামে। কিন্তু বিশ্বাস করুন এসব ভুল করলে আপনার টাকা পাওয়ার চান্স অনেক কমে যায়। তার কার বাংলাদেশে এতো দয়াবান লোক আপনি খুজে পাবেন না । টাকা আমাদের সকলকে অন্ধ করে তুলে এবং যার নাম্বারে ভুলে টাকা চলে গেছে তাকে যদি ফোন করে বলি শতকরা ৯০ ভাগ লোকই সেই টাকা তুলে সিম বন্ধ করে রাখে। এতে আমাদের সেই টাকা তুলতে অনেক অসুবিধা হয়।
বিকাশে ভুলে টাকা চলে গেলে যেসব ভুল করা যাবে না
আমাদের কষ্টের টাকা কেউ তুলে নিয়ে যাক তা আমরা কেউ চাই না। তাই এই সকল সাবধানতা অবলম্বন করলে আপনি টাকা ফেরত পেতে পারেন তো চলুন জেনে নেই বিকাশে ভুলে টাকা চলে গেলে কি কি ভুল করা যাবে না।
- টাকা ভুলে পাঠানোর পরে কোন ভাবেই তাকে কল বা ফোন দেওয়া যাবে না।
- শারিরিক ভাবে অধিক চিন্তা করা যাবে না।
- তার অর্থাৎ যার কাছে টাকা চলে গেছে তার নাম্বার কাউকে দেওয়া যাবে না ।
- বিষয় টা গোপন রাখতে হবে।
- কাউকে কোন ভাবেই সন্দেহ করা যাবে না।
মনে রাখবেন আপনার কাছ থেকে কেউ যদি সেই নাম্বার চাই বা তার বিষয়ে তদারকি করতে চাই তাকে কোন ভাবেই তথ্য গুলো দিবেন না। তার কারন এই বাংলাদেশে কাউকে বিশ্বাস নাই যে কোন সময় আপনার ক্ষতি করতে পারে।
বিকাশে ভুলে টাকা চলে গেলে যে ভাবে ফেরত আনবেন
হ্যা এখন আসি মূল আলোচনায় আপনার টাকা যদি ভুলে কোন নাম্বারে চলে যায় ঘাবড়াবেন না প্রথমেই আপনি বিকাশ কাষ্টমার কেয়ারে যোগাযোগ করবেন অথবা ১৬২৪৭ এ কল দিবেন এবং একজন বিকাশ প্রতিনিধিকে এ বিষয়ে জানাবেন মনে রাখবেন কাষ্টমার কেয়ার আপনাকে ট্রাষ্ট করার জন্য কি প্রশ্ন
করতে পারে যেমন- আপনাদের বিকাশ থেকে লাষ্ট লেনদেন, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য ইত্যাদি। আপনি নির্ভয়ে তাদের কে সম্পুর্ন তথ্য দিন যদি সব ঠিক ঠাক উত্তর দিতে পারেন তাহলে বিকাশ প্রতিনিধি আপনি যে নাম্বারে ভুলে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার সাথে সাথে ব্লক করে রাখবে
আরো পড়ুনঃ টিন সার্টিফিকেট এর সুবিধা ও অসুবিধা
এতে সে আর টাকা উঠাতে পারবেন না তারপর তার সাথে বিকাশ কতৃ পক্ষ যোগাযোগ করবে এবং তাকে ডাকবে সে যদি সঠিক তথ্য দিতে না পারে তাহলে আপনাকে বিকাশ কতৃপক্ষ সেই টাকা আপনার একাউন্টে পাঠিয়ে দিবে।
এর সাথে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হলো থানায় সকল তথ্য দিয়ে একটি ডিজি করে আসবেন এক্ষেত্রে পুলিশ আপনার টাকা ফেরত পাবার চেষ্টা করবে। আপনি শারিরিক ভাবে চিন্তা করবেন না মনে রাখবেন টাকার চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি বেশি চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।
মনে রাখবেন এই প্রসেস গুলো করার পর কিছু দিন সময় লাগতে পারে তাই অপেক্ষা করুন।
আপনার টাকা আশা করি পেয়ে যাবেন ।
উপসংহার
আশা করি বিষয় গুলো বুজতে পারছেন । এই প্রসেস গুলো মেনে যদি কাজ করতে পারেন আশা করি খুব দ্রুত আপনার টাকা ফেরত পাবেন । কোন ভাবেই ভুল করবেন না বিশেষ করে তাকে ফোন দেওয়া থেকে একদম বিরত থাকুন । আজকের এই আর্টিক্যালটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাইটের সাথেই থাকবেন আল্লাহাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url