স্মার্ট বাংলাদেশ | Smart Bangladesh
বাংলাদেশ যে কতটা ডিজিটাল হয়ে গেছে তা আমরা দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় ৫ বছর আগের বাংলাদেশ কেমন ছিলো আর আজকের বাংলাদেশ কেমন তা আমরা নিজের চক্ষু দিয়ে দেখতে পারছি।
আমাদের বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, উন্তত বাংলাদেশ নির্মানে । এক সময় বাংলাদেশের রাস্তা এতো টা উন্নত ছিলো আর আজ বাংলাদেশের রাস্তা অনেকটা উন্নত। এক সময় বাংলাদেশের বিদ্যুত ছিলো না বল্লেই চলে আর আজকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দুর্গম গ্রামেও বিদ্যুত প্রতি ঘরে ঘরে ।
শুধু তাই নই আজ ইন্টারনেট গ্রাহক সংখ্যা দেখেন কতটা উন্নত । এক সময় এন্ড্রয়েড ফোন কেনা যেন শুধু বড় লোকদের আর আজ একটা ফকিরের কাছেও স্মার্ট ফোন । এগুলা সবই ডিজিটাল বাংলাদেশ প্রকল্প। এক সময় বাংলাদেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করতো ৯% আর আজ প্রায় ৫০% ।
আমরা আজ জানার চেষ্টা স্মার্ট বাংলাদেশ সম্পর্কেপোষ্টসূচিঃ
স্মার্ট বাংলাদেশ রূপকল্প
ইতি মধ্যই সরকার ঘোষনা দিয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার । ২০৪১ সালের মধ্য বাংলাদেশ উন্নত করার লক্ষে সরকার কাজ করছে । উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার আমাদের দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, ধারণা করা হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে অনেক উন্নত হবে। আমরা ইতি মধ্যে দেখেছি পদ্মা সেতু, পানির নিচ দিয়ে টানেল, মেট্টোরেল সহ অনেক প্রকল্প । যা ছিল সবই ডিজিটাল বাংলাদেশ প্রকল্পে এটি সফল ভাবে সম্পুর্ন হয়েছে। সাধারন মানুষ এখন স্মার্ট বাংলাদেশ নিয়ে খুবই আশাবাদি।
স্মার্ট বাংলাদেশ রূপকল্পে বাংলাদেশ কতটা উন্নত হবে
স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে কতটা এগিয়ে যাবে চলুন শুরু করা যাক।
১। দেশে কোন গরিব থাকবে না ।
২। সবাই উন্নত জিবন যাপন করবে।
৩। অন্যান্য উন্নত দেশ যেমনঃ আমেরিকা, ডুবাই ইত্যাদি এদের মতোই উন্নত হবে বাংলাদেশ ।
৪। দেশে সবকিছু অনলাইন ভিক্তিক হবে যা অন্যান্য দেশে চলমান রয়েছে।
৫। দেশেই তৈরী হবে উন্নত সব ইলেক্ট্রনিক প্রডাক্ট।
৬। দেশে দক্ষ জনশক্তি তৈরী হবে।
৭। রাস্ত ঘাট এবং কি দেশে কোন টিনের ঘড় দেখতে পাবেন না । আমরা ইতিমধ্য দেখেছি আজ থেকে কয়েক বছর আগে দেশে ছনের ঘর কতটা ছিল। আর আজ দেখুন দেশে ছনের ঘড় কইটা পাবেন?
৮। দেশের মানুষ প্রযুক্তিতে নির্ভর হয়ে যাবে যেকোন কাজ করবে প্রযুক্তি দিয়ে যেমনঃ ধানকাটা,ধান লাগানো ইত্যাদি।
৯। দেশের মানুষ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজীতে দক্ষ হবে।
১০। দেশে বেকারের হার অনেকটাই কমবে।
স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রভিষ্ঠা ও উন্নত বাাংলাদেশ বিনির্মানে স্মার্ট বাাংলাদেশ রোডম্যাপ প্রস্তুতি করা
হয়েছে।
এই রোডম্যাপ গুলো হলো
১। স্মার্ট সিটিজেন।
২। স্মার্ট সোসাইটি।
৩। স্মার্ট ইকোনমি
৪। স্মার্ট গভর্ন্যান্স
স্মার্ট সিটিজেন
যা আগেই আলোচনা করেছি, স্মার্ট সিটিজেন এর বাংলা অর্থ হলো স্মার্ট নাগরিক। বাংলাদেশের মানুষ সবাই সবাই উন্নত জিবন যাপন করবে। এর ব্যক্ষ্যা হলো দেশের সাধারন মানুষ, উন্নত দেশের সাধারন মানুষের মতোই চলবে।
স্মার্ট সোসাইটি
স্মার্ট সোসাইটি এর অর্থ হলো উন্নত সমাজ। বাংলাদেশ মানুষ ধর্ম কর্ম নির্বিশেষে সবার সুন্দর একটি সমাজ থাকবে । যেখানে সবাই ভালো ভাবে থাকবে এবং দেশের উন্নত সমাজে রুপান্তরিত হবে।
আজকের সমাজ খুবই বাজে বলা যায় কিন্তু আগামির সমাজ অনেক উন্নত হবে ইনশাআল্লাহ।
স্মার্ট ইকোনমি
স্মার্ট ইকোনমি এর অর্থ হলো উন্নত বা স্মার্ট অর্থনীতি। মোট কথা বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত হবে । আজ দেখুন বাংলাদেশের অর্থনীতির অবস্থা ডলারের দাম বৃদ্ধি । ২০৪১ সালের মধ্যে আমাদের দেশের অর্থনীতি অনেক উন্নত হবে আশা করা যায়।
স্মার্ট গভর্ন্যান্স
স্মার্ট গভর্ন্যান্স এর অর্থ উন্নত বা স্মার্ট সুশাসন । হ্যা ঠিকই ধরেছেন আমাদের দেশ আগামিতে অনেকটা সুশানে এগিয়ে যাবে । দেশে অবৈধ, দুর্নিতি, গুম, খুন অনেকটা বন্ধ হয়ে যাবে আশা করা যায় । দেশের বিচার ব্যবস্থা অনেকটা উন্নত হবে ইনশাআল্লাহ।
লেখকের কথা
আমি আমার মনের ভাব প্রকাশ করেছি ইন্টারনেট থেকে পাওয়া তথ্য গুলি পরে । যদি কোন ভুল হয় আমরা ক্ষমাপার্থি যদি মেনে নেওয়ার মতো না হয় তা হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভুল ধরিয়ে দিন । আমরা সমাধান করবো ইনশাআল্লাহ ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url