কম্পিউটার দোকান | Syber Café Store
পোষ্টসূচিঃকম্পিউটার দোকান দেওয়ার আগে ব্লগটি পরুন । আমরা জানি বর্তমানে কম্পিউটার দোকান এর চাহিদা কেমন, তেমন এটাও জানি কম্পিউটার দোকান একটি লাভজনক ব্যবসা ।
কম্পিউটার দোকান দিতে কি কি যোগ্যতা লাগবে ?
হ্যা অবশ্যই কম্পিউটার দোকান দিতে কয়েকটি যোগ্যতা থাকতে হবে ।
১। কম্পিউটার ভালো ভাবে অপারেট করা যানতে হবে।
২। বাংলা এবং ইংরেজী টাইপ করা জানতে হবে।
৩। ইন্টারনেট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে ।
৪। মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ সম্পর্কে জানতে হবে।
আরো অনেক স্কিল প্রয়োজন তবে এই ৪ টি স্কিল জানা থাকলে আপনি দোকান শুরু করতে পারবেন
কম্পিউটার দোকানে কি কি কাজ করা হয় ?
কম্পিউটার দোকানে অনেকটি কাজ করা হয় তবে যে ৫ টি কাজ বেশি করা হয় ।
১। ফটোকপি।
২। পাসপোর্ট সাইজ ছবি।
৩। কম্পোজ বা টাইপিং
৪। অনলাইন বিভিন্ন আবেদন।
৫। বিভিন্ন সার্টিফিকেট।
কি কি সফটওয়্যার প্রয়োজন ?
কম্পিউটার দোকান দিতে কয়েকটি সফটওয়্যার প্রয়োজন।
১। এডোবি ফটোশপ।
২। মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষেপে এমএস ওয়ার্ড
৩ । মাইক্রোসফট এক্সেল
কি কি মেশিন লাগবে ?
কয়েকটি মেশিন লাগবেই
১। ফটোকপি মেশিন।
২। প্রিন্টার।
৩। স্কেনার।
৪। লিমিনিটিং মেশিন।
কত টাকা হলে শুরু করতে পারবো ?
ঘড় ভাড়ার সিকিউরিটি বাদে মোট ৮০ থেকে ৯০ হাজার টাকা হলেই শুরু করতে পারবেন ।
কোথায় দোকান দিলে বেশি কাষ্টমার পাবেন ?
এই দোকান গুলো সাধারণত স্কুল ও কলেজের কাছে দিলে ভালো কাষ্টমার পাওয়া যায়।
তাছাড়া বাজারেও দিতে পারেন, যেখানে লোক সমাগম বেশি থাকে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url