চাকরি পাওয়ার সহজ কিছু কৌশল





 বর্তমানে চাকরি পাওয়াটা অনেক কষ্টের হয়ে পরছে। অনেকেই বলে  সরকারি চাকরি সোনার হরিণ।  বিষয় টা কি আসলেই এতো কঠিন উত্তর হবে হ্যা কারন, বাংলাদেশে পরাশুনা শেষ করে অনেকেই চাকরি পান না। বিষয়টা যদি একটু বিস্তারিত বলি।

 ধরুন ১০০ জন শিক্ষার্থী পরাশুনা শেষ করলো এবং সবাই চাকরির পিছনে ছুটতে লাগলো আপনি কি বলতে পারবেন সেখানে কত জন চাকরি পাবে? হ্যা সেখানে চাকরি পাবে মাত্র ২০-৩০ জন।  কিন্তু কেন? অনেকেই ভালো ভালো চাকরি পাচ্ছে আপনি পাচ্ছেন না কেন? এটার উত্তর পেতে হলে অবশ্যই সম্পুর্ন আর্টিক্যলটি পরতে হবে।

 

আজ আমরা সহজে চাকরি পাওয়ার ৫ টি টিপস দিব যেগুলো ফলো করলে আপনি দ্রুত চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ 

 

১। দক্ষতা অর্জন করা

 

আপনি পরাশুনা শেষ করলেন কিন্তু চাকরির জন্য যে স্কিল গুলো প্রয়োজন সেগুলো আপনার নেই।  যেমন : কম্পিউটার দক্ষতা ইত্যাদি।  তবে কেমনে আপনি দ্রুত চাকরি পাবার আশা করেন? আগে পরাশুনার পাশাপাশি আপনার স্কিল গুলো শিখুন। 

 

২। সিভি

 

চাকরি পাবার ক্ষেত্রে সিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  আপনি আপনার সিভি এমন ভাবে তৈরী করুন যেন সিভিটা দেখতে একদম প্রফেশনাল লাগে। অবশ্যই আপনার সিভিটি স্ট্রং করুন।

 

৩। নম্র ভদ্র এবং ভালো ব্যবহার 
 

অনেকেই বলে ব্যবহার বংশের পরিচয় কথা অনেকটা সত্যি কারন আপনি চাকরির ভাইভা দিতে গেলেন।  বস আপনাকে অনেক প্রশ্ন করতে পারে কিন্তু আপনি মাথা গরম করে প্রশ্নের  উত্তর দিলেন এবং ছোট খাটো একটু বিয়াদবি করলেন।  তখন চাকরি তো দূরের কথা আপনাকে ভাইভাই দিতে দিবে নাহ, সুতরাং ভাইভা দিতে গেলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রশ্নের সঠিক উত্তর দিবেন এবং সুন্দর ব্যবহার উপহার দিবেন।

 

৪। আউট নলেজ

 

শুধু পরাশুনা শেষ করলেই চলবে না আপনি যে চাকরি করার এপ্লাই করবেন সেই চাকরি সম্পর্কে ভালো ধারনা মাথায় রাখুন। যাতে বস প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারেন। মনে রাখবেন চাকরি মানেই কাজ সুতরাং আপনি যেই চাকরি করতে চান সেই কাজ গুলো শিখুন।


৫। বসকে ম্যনেজ


এখন যে বিষয়টি শেয়ার করব সেটি অনেকেই মানবেন না । তার কারন বসকে ম্যনেজ করতে গেলে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন । তার পিছনে কিছু টাকাও আপনার খরচ হতে পারে । এটি অনেকেই করে যার কারনে তারা সহজেই চাকরি পেয়ে যায়। 


লেখকের কথা

আমি একজন নতুন ব্লগার তাই লেখার মাঝে কিছু ভুল হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
দেখা হচ্ছে নতুন  একটি ব্লগে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url