ব্যবসায় উদ্যোগ | Business ventures
ব্যবসায় উদ্যোগ নিতে হলে প্রথমে আপনার নিজের আগ্রহ, দক্ষতা, এবং আর্থিক স্থিতি পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনার সেই ব্যবসা সম্পর্কে সবকিছুর ধারনা থাকতে হবে। বাংলাদেশে প্রচুর পরিমান ব্যাকার রয়েছে এবং তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে । তবে আপনি যদি ব্যবসা করে ব্যকার প্রথা থেকে মুক্তি পেতে চান তাহলে এটি ভালো আইডিয়া।
শুধু ব্যবসা শুরু করলেই হবে না, আপনি যে ব্যবসা করতে চান সেই ব্যবসার সম্বন্ধে সবকিছুর ধারনা নিতে হবে। যেমনঃ লাভ কেমন, ক্ষতি কেমন, বাজারে চাহিদা আছে কি না, পুজি লাগবে কত এটুজেড।
আর যদি ব্যবসার আগে এগুলো চিন্তা না করেন তাহলে আপনার ব্যবসায় লস হতে পারে বা আপনার ইনভেস্ট টাকা গুলো নষ্ট হয়ে যাবে। একটি ব্যবসা শুরুর আগে কয়েকটি যে জিনিস গুলো ভেবে দেখার প্রয়োজন তা নিচে প্রর্যায় ক্রমে সাজিয়ে দেওয়া হলোপোষ্টসূচিঃ
আইডিয়া নির্বাচন করুন
- আপনি কোন ব্যবসা করতে চান নির্ধারণ করুন। এটি আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করতে পারে। আপনার যেটি করতে ভালো লাগবে বা ভালো লাভবান হতে পারবেন এমন ব্যবসা নির্ধারন করুন। এটি সম্পুর্ন আপনার বাজেটের উপর নির্ভর করবে।
- আবশ্যক তথ্য সংগ্রহ করুন
- আপনির ব্যবসার জন্য আবশ্যক তথ্য সংগ্রহ করুন, সংশ্লিষ্ট বাজার পরিদর্শন করুন এবং সাম্প্রতিক ট্রেন্ড জানুন। মানুষের চাহিদা কেমন, লাভ কেমন ইত্যাদি । আপনার মতো ব্যবসা যারা করছে তাদের সাথে আলাপ আলোচনা করুন। তাদের ব্যবসা কেমন চলছে লাভ লস ইত্যাদি। এগুলো আপনি বাজারে আপনার কম্পিটিটরদের কাছে জানতে পারবেন।
- ব্যবসার পরিকল্পনা তৈরি করুন
- একটি ঠিক মাধ্যমে এবং সুসজ্জিত ভাবে ব্যবসার পরিকল্পনা তৈরি করুন। এটি আপনার উদ্দীপ্তি, লক্ষ্য, এবং আপনির ব্যবসা সম্পর্কে সামগ্রিক ধারণা দেবে। আপনার ব্যবসার পরিকল্পনা ঠিক করুন। আপনি কি কি সার্ভিস দিবেন, কিভাবে ব্যবসা পরিচালনা করবেন, কি কি জিনিস লাগবে ইত্যাদি। এগুলো একটি কাগজে লিখে আপনার ব্যবসার পরিকল্পনা তৈরী করুন।
- আর্থিক পরিস্থিতিমন্তব্য করুন
- আপনির ব্যবসা চালানোর জন্য আপনি কতটুকু পূঁজি প্রয়োজন পার্থবে তা মন্তব্য করুন এবং যদি প্রয়োজন হয় তার জন্য ঋণ প্রাপ্ত করার পরিকল্পনা করুন। আপনার ব্যবসা পরিচালনার জন্য কত টাকার প্রয়োজন, কত টাকা রয়েছে , কত টাকা বাকি আছে, কিভাবে ম্যানেজ করবেন ইত্যাদি। এগুলো ঠান্ডা মাথায় ভেবে করুন।
- নিজেকে উন্নত করুন
- আপনির পক্ষ থেকে যে দক্ষতা এবং জ্ঞান প্রয়োজন তা সংগৃহীত করুন এবং নিজেকে উন্নত করুন। আপনার ব্যবসার জন্য দক্ষতা বা জ্ঞান প্রয়োজন তা শিখুন এবং আরো ভালো ভাবে এনালাইজ করুন । আপনার দক্ষতার কোথায় কোথায় ঘাটতি আছে তা পূরন করুন । এতে অন্যর সাহায্য নিয়েই আপনার করতে হবে যারা আপনার থেকে অনেক এক্সপার্ট।
- আপনার লক্ষ্য ও উদ্দীপ্তি নির্ধারণ করুন
- ব্যবসা শুরু করার আগে আপনি কী লক্ষ্য অর্জন করতে চান তা নির্ধারণ করুন এবং এটি কীভাবে পৌঁছাতে চান তা পরিচিত করুন। একটি ব্যবসার জন্য আপার সু নির্দিষ্ট প্লান বা লক্ষ থাকা একান্ত প্রয়োজন এতে আপনার ব্যবসা দিনের পর দিন বৃদ্ধি করতে পারবেন ।
- আপনার ব্যবসা মডেল তৈরি করুন
- আপনি কী ধরনের পণ্য বা পরিষেবা প্রদান করতে চান তা ভিত্তিক করে একটি ব্যবসা মডেল তৈরি করুন। আপনার ব্যবসার জন্য কি কি পরিষেবা প্রদান করবেন তার জন্য একটি সুন্দর প্লেস বা দোকান ডেকোরেশন করুন। যাতে কাষ্টমার আপনার ব্যবসা সম্পর্কে সহজেই জানতে পারে এবং আপনার কাছে সার্ভিস নেওয়ার জন্য আসে।
- ব্যবসা ক্রিয়াকলাপ শুরু করুন
- আপনার পরিকল্পনা এবং মডেল নির্দিষ্ট করার পরে, আপনি আপনার ব্যবসা ক্রিয়াকলাপ শুরু। এবার আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন । মনে রাখবেন ব্যবহার বংশের পরিচয় । আপনার কাষ্টমাদের সাথে ভালো সম্পর্ক তৈরী করুন । এতে আপনার ব্যবসা দিনে দিনে গ্রো করতে থাকবে।
- লেখকের কথাআমি মোঃ শফিকুল ইসলাম আমার নিজের মনের কথা গুলি বল্লাম এবং ইন্টারনেট থেকে কিছু আর্টিকেল পড়ে যা জানতে পারছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। তবুও যদি কোন ভুল করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন । আমি নতুন ব্লগিং শুরু করছি ইনশাআল্লাহ ভালো ভালো আর্টিক্যাল আপনাদের উপহার দিব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ।আল্লাহ হাফেজ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url