ডিগ্রি নাকি অনার্স কোনটা করব ? Degree or Honors which one will do

এইচএসসি বা কলেজ শেষ করার পরেই আমাদের মাথায় ঘুরপাক খাই ডিগ্রি করব নাকি অনার্স কোন টা করলে আমার জন্য ভালো হবে ? বা কোনটা করলে বেশি চাকরি পাওয়া যায়। চলুন আজ আমরা এই বিষয়ে খুটিনাটি সবকিছু  জেনে নেই। 

পোষ্টসূচিঃচলুন ধাপে ধাপে জেনে নেই



ডিগ্রি কি ?

ডিগ্রি হলো শুধু স্নাতক এখানে কয়েকটি বিষয়ের উপর পারানো হয়।
ডিগ্রি বা স্নাতক সম্পুর্ন করতে সময় লাগে ৩ বছর তারপর মাস্টারর্স করতে হয় ২ বছর ।
এখানে ক্লাস করার বাধ্যকতা নেই মন চাইলে ক্লাস করতে পারেন না চাইলে করবেন না । 
পরিক্ষা সম্পুর্ন অনার্স  এর মতোই হয়।  বিসিএস ও দিতে পারবেন মাস্টারর্স এর পর

ডিগ্রি কেন করবেন ?

যারা পরাশুনার পাশাপাশি চাকরি  করতে চান বা পরাশুনায় তেমন ভালো না তাদের জন্য ডিগ্রি অনেক ভালো এখানে পরাশুনার খরচ অনেক কম তাছাড়া আপনি এখানে উপবৃত্তি ও পাবেন । যাদের টাকা পয়সা তেমন নেই অথবা হোটেলে থেকে পরার মতো ফেসিলিটি নেই তাদের জন্য ডিগ্রি অনেক ভালো। আপনার  কাছের উপজেলায় যে কলেজ গুলো রয়েছে, সেখানেই ডিগ্রি করতে পারবেন ।

ডিগ্রির অসুবিদা কি ?

ডিগ্রির প্রধান অসুবিদা হলো এখানে অনেক গুলো বিষয় নিয়ে পরতে হয় । এবং ডিগ্রি শেষ করার পরেই আপনি বিসিএস দিতে পারবেন না । বিসিএস ‍দিতে গেলে আপনাকে অবশ্যই মাস্টারর্স কম্পিলিট করতে হবে। এ ছাড়া তেমন কোন অসুবিদা নেই।

ডিগ্রির চাকরির বাজার কেমন ?

ডিগ্রি শেষ করে তেমন বেশি চাকরি পাওয়া যায় না । তবে  মাস্টারর্স সম্পুর্ন করলে বাংলাদেশের সকল চাকরির এপ্লাই করতে পারবেন ।

অনার্স কি ?

অনার্স হচ্ছে স্নাতক সম্মান এখানে একটি বিষয়ের উপর খুটিনাটি  পরিয়ে সেই বিষয়ের উপর দক্ষ করে তোলা হয়। অনার্স  সম্পুর্ন করতে সময় লাগে ৪ বছর তারপর মাস্টারর্স করতে হয় ১ বছর ।
এখানে ক্লাস করার বাধ্যকতা রয়েছে মন চাইলে ক্লাস করতে পারেন না চাইলে করবেন না এখানে বিষয়টা এমন না । এখানে শুধু অনার্স করলেই বিসিএস দিতে পারবেন ।

অনার্স কেন করবেন ?

যারা ভালো পরাশুনা করতে চান  তাদের জন্য অনার্স অনেক ভালো এখানে পরাশুনার খরচ একটু বেশি তবে সরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ কিছুটা কম । আপনি এখানে উপবৃত্তি  পাবেন না । যাদের টাকা পয়সার তেমন সমস্যা নেই অথবা হোটেলে থেকে পরার মতো ফেসিলিটি আছে তাদের জন্য অনার্স অনেক ভালো। 
আপনার  কাছের জেলাগুলোতে যে কলেজ গুলো রয়েছে, সেখানেই অনার্স  করতে পারবেন ।  অথবা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পরতে পারেন যেমনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি ।

অনার্স এর অসুবিদা কি ?

অনার্সের তেমন অসুবিদা নেই । তবে থাকা খাওয়ার বিষয় গুলো নিয়ে একটু ভেবে দেখা প্রয়োজন।


অনার্সের চাকরির বাজার কেমন ?

হ্যা অনার্স শেষ করেই আপনি ভালো ভালো চাকরির এপ্লাই করতে পারবেন । তবে  মাস্টারর্স সম্পুর্ন করলে বাংলাদেশের সকল চাকরির এপ্লাই করতে পারবেন ।



(এতক্ষনে হয়তো বুঝতে পারছেন আপনার জন্য কোনটা ভালো হবে। আমি আমার মতো বিস্তারিত একটি ধারনা দেওয়ার চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url