বাংলাদেশ রেলওয়ে টিকিট | Railway Ticket
বাংলাদেশ এখন আধুনিক দেশ হয়ে উঠছে খুব বেশি দেরি নেই স্মার্ট বাংলাদেশ হতে।
তার কারন সব এখন আমাদের হাতে, বিমানের টিকেট থেকে শুরু করে যেকোন সুবিধা নেওয়া যাচ্ছে অনলাইনে ।
তাই আমাদের আজকের আর্টিকেল টি হচ্ছে, রেলওয়ে টিকিট কিভাবে অনলাইনে কিনবেন এরং টিকেট কিভাবে হাতে পাবেন এর সব কিছু জানতে পারবেন আজকের এই আর্টিকেলটি পরে।
তো চলুন শুরু করি কিভাবে অনলাইনে রেলওয়ে টিকেট কিনতে হয়।
প্রথম ধাপ-১
বর্তমান Username ও Password দিয়ে https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে বা রেল সেবা সফটওয়্যার–এ রেজিস্টার বা লগিন করতে হবে।
দ্বিতীয় ধাপ-২
NID নম্বর এবং জন্ম তারিখ টাইপ করে Verify বাটনে চাপ দিতে হবে।
NID নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে যদি এনআইডি নম্বরটি আগে ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।
যারা প্রথমবারের মতো টিকেট কিনবেন বা রেজিস্টার করবেন
https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেল সেবা এপস–এ গিয়ে সাইন আপ (Sign Up) করতে হবে এবং সঠিক NID নম্বর ও জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য প্রদান সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।
যারা অফলাইনে টিকেট ক্রয় করবেন তাদের জন্যও রয়েছে সুন্দর সিষ্টেম
আপনার হাতে থাকা এন্ড্রয়েড অথবা বাটন মোবাইল দিয়েও করতে পারবেন।
এক্ষেত্রে
মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে BR<space>NID নম্বর <space> জন্ম তারিখ (জন্ম তারিখের ফরম্যাট-জন্মের সাল/মাস/দিন) এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কি না, তা জানিয়ে দেওয়া হবে।
নিয়মাবলি
১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা বাবা এবং মায়ের নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ে অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর প্রদান ও জন্মনিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দ্বারা পৃথক বা এককভাবে টিকেট কিনতে পারবেন। এরকম ক্ষেত্রে টিকিটের ওপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণকালে বাধ্যতামূলকভাবে জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
আরো কিছু নিয়মবালি রয়েছে যা আপনারা রেলওয়ে ওয়েবসাইট বা মোবাইল এপস থেকে জেনে অবশ্যই জেনে নিবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url