অনলাইন থেকে ইনকাম | Money from online Easy income
আমরা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চাই । কিন্তু আসচর্য হলেও কথাটা সত্ত যে, অনলাইন থেকে ইনকাম করতে পারে মাত্র 3% লোক আর বাকিরা করতে পারে নাহ কিন্তু কেন? আজ এই বিষয় নিয়ে কথা বলব। আজকের এই ব্লগে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে একটুও লোকাবো না । তাই সম্পুর্ন ব্লগটি পড়ার আমন্ত্রন জানিয়ে শুরু করছি তো চলুন শুরু করা যাক।
এখানে সমস্তপোষ্টসূচিঃ
কেন আমরা অনলাইন থেকে ইনকাম করতে চাই
আমরা মূলতো ফেসবুক ইউটুইবে ভিডিও দেখে অনলাইন থেকে ইনকাম করতে চাই। কারন অনেকেই ভিডিও তে দেখা যায় অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তখন আমরা আরো বিস্তারিত দেখার জন্য ইউটিইবে অথবা গগুলে সার্চ করি কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। এবং যখন দেখি বিষয় টি সত্য তখন থেকেই শুরু করি টিউটোরিয়াল দেখা এবং দেখতে দেখতে ইনকাম করতে পারি মাত্র ১০০ জনের মধ্য মাত্র ৩ জন আর বাকিরা আফসোস করি আর ব্যর্থ হয়ে যায় এবং নিজেকে দুষ দিয়ে থাকি আমার দ্বারা হবে না ইত্যাদি।
অনলাইন থেকে ইনকাম করার সঠিক নিয়ম
হ্যা, আপনিও পারবেন অনলাইন থেকে ইনকাম করতে তবে কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে । তাহলেই আপনি সফল ভাবে ইনকাম করতে পারবেন এবং আপনার স্বপ্ন পুরন করতে পারবেন । তা যদি না হয় আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখবেন কোন লাভ লাভ হবে নাহ আপনাকে পরিশ্রম করতে হবে।
চলুন কিছু নিয়ম দেখি
১। নিশ সিলেকশন
আমরা এখানেই ভুলটা করি, আজ এটা কাল অন্যটা এসব করলে আপনি কোন দিন ইনকাম করতে পারবেন না । আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে যে, আপনি কি নিয়ে কাজ করবেন বা কি বিষয়ে আপনি ভালো জানেন এবং ভালো লাগে । যেমনঃ আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে ব্লগিং হবে আপনার নিশ । এই ভাবে সময় দিয়ে আপনার নিশ সিলেক্ট করতে হবে ।
২। সেই বিষয়ে এক্সপার্ট হওয়া
নিশ তো সিলেক্ট করলেন এর পর আপনার কাজ হলো আপনি যে নিশে কাজ করতে চাইতেছেন সেই বিষয়ে এক্সপার্ট হওয়া। কিভাবে এক্সপার্ট হবেন ? হ্যা আপনার যদি কিছু টাকা থাকে তাহলে সেই রিলেটেড ভালো একজন এক্সপার্ট এর কাছ থেকে শিখতে পারেন বা কোর্স করতে পারেন। তবে খেয়াল রাখবেন যার কাছে কাজ শিখবেন সে কতটা এক্সপার্ট। সে কি ইনকাম করতে পেরেছে। এসব বুজে শুনে একজন এক্সপার্ট এর কাছে কাজ শিখবেন । তবে যদি আপনার টাকা পয়সা না থাকে বা ইনভেস্ট করতে না চান তাহলে আপনার উচিত হবে ইউটুইব থেকে শেখা ইউটুইবকে আমি বিশ্ববিদ্যালয় বলি তার কারন এখানে পাবেন না এমন জিনিস খুজে পাওয়া কঠিন। সুতরাং ইউটিউব দেখে শিখে নিজে একজন এক্সপার্ট হন।
৩। ধৈর্য
আরেকটা কারনে আমরা বের্থ হয় এবং অনলাইন থেকে ইনকাম করতে পারি না সেইটাই হচ্ছে ধৈর্য । আপনাকে প্রচুর পরিমান ধৈর্য ধরতে হবে । এবং কাজ খুজতে হবে মনে রাখবেন অনলাইনে দুই ভাবে ইনকাম করা যায় একটি হলো মার্কেটপ্লেস আর অন্য টি হলো আউটসাইড মার্কেট ।
১। মার্কেটপ্লেস কোন গুলো?
বিশ্বে বহু মার্কেটপ্লেস রয়েছে এগুলোর মধ্যে সেরা কয়েকটি মার্কেট হলো ঃ ফাইবার,আপওয়ার্ক,ফ্রিল্যান্সার.কম, গুরু, ইত্যাদি এগুলোতে কাজ করতে পারেন।
২। আউটসাইড মার্কেট কি?
বিশ্বে বহু সুসাল মিডিয়া আছে যেগুলোতে বহু ক্লাইন্ট পাওয়া যায়। যেমনঃ লিংকডিং,ফেসবুক,টুইটার ইত্যাদি এগুলোতে বায়ার খুজে বের করে তাদের ম্যাসেজ এবং প্রুভ দিলে অনেক কাজ পাওয়া যায়।
ইংরেজী জানতে হবে?
হ্যা, অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে মোটামুটি ইংরেজী জানতে হবে তার কারন, আপনি যেখানেই কাজ করেন না কেন সেখান কার বায়ার দের সাথে কথা বলতে হবে ইংরেজীতে কারন তারা সবাই বিদেশী তারা তো আর বাংলা বুঝে না। আবার মাঝে মাঝে বায়ারদের সাথে মিটিং করতে হতে পারে ভিডিও কলে । বুঝতেই পারছেন ইংরেজী কতটা গুরুপ্তপুর্ন।
কিভাবে বায়ারের টাকা আপনার পকেটে টাকা নিয়ে আসবেন
হ্যা, এই বিষয়টি ও গুরুপ্তপুর্ন কারন আপনার বায়ার থাকতে পারে বিশ্বের যে কোন প্রান্তে সুতরাং সেখানে তো বিকাশ নগদ নাই তাহলে কিভাবে টাকা নিবেন । হ্যা, আপনি চাইলে বিশ্বের যে কোন দেশ থেকে টাকা আনতে পারেন ।
নিচে কয়েকটি পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করা হলোঃ
১। PayPal
২। Payoneer
৩। Skrill
৪। Bank Account
এই কয়েকটি জিনিস ফলো করলেই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন আশা করি এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ
আমার ব্যক্তিগত মতামত
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি । আপনি যদি খুব দরিদ্র ঘরের সন্তান হোন ঠিক আমার মতো তাহলে আপনার উচিত হবে কোন একটা চাকরি বা কোন একটা পেশার পাশাপাশি এই জিনিস গুলো করা এতে আপনার লাভই হবে । দেখেন অনেকেই এগুলো করতে চাই কিন্তু প্রপার জিনিস গুলো মিলাতে পারে না বা ভালো একটা পরিকল্পনা করতে পারে না । যার ফলে অনেকেই এসব থেকে পিছিয়ে যায় ।
যাক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন আর্টিকেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন । আর যদি লেখা তে কোন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url