জান্নাতে যাওয়ার সহজ আমল | Easy actions to go to heaven

হযরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত





উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম মানুষ দুইটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখ! এই অভ্যাস আয়ত্ত করা সহজ। তবে প্রচুর অল্প সংখ্যক মানুষই এই আমল করে থাকে।  এবং এই আমল গুলি করতে আমাদের খুব বেশি সময় ও লাগবে না ।

 আমল দু্ইটি হলো- 

১. প্রতি ওয়াক্তের (ফরজ) নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ আর ৩৪ বার আল্লাহু আকবার বলবে । 
আবদুল্লাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি নামাজের পর আপন হাতে গণনা করতে দেখেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (পাঁচ ওয়াক্তে) মুখের উচ্চারণে একশত পঞ্চাশ বার আর মীযানে (দাড়িপাল্লায়) দেড় হাজার হবে।


 ২, এবং (ঘুমাতে) বিছানায় যাওয়ার সময় তুমি ‘সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদু লিল্লাহ’ ১০০ বার বলবে, তাহলে তা মীযানে এক হাজারে পরিবর্তন হবে। তোমাদের মাঝে কে এক রোজ ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয়? (অর্থাৎ এতগুলো পাপও ক্ষমাযোগ্য হবে)। 

সাহাবিরা বলেন, এমন কোনো মানুষ কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজ রত থাকাকালে তার নিকটে শয়তান এসে বলতে থাকে, এটা মনে কর ওটা মনে কর। ফলে সেই নামাজি (শয়তানের ধোকাবাজির মাঝেই রত থাকা অবস্থায়) নামাজ ইতি করে। এবং এই তাসবিহ আমল করার সুযোগ সে পায় না। তারপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার নিকটে এসে তাকে ঘুম পাড়ায় আর সে তাসবিহ না পাঠ করেই ঘুমিয়ে পড়ে। (ইবনু মাজাহ, হাদিস, ৯২৬)।


উপরুক্ত হাদিস দ্বারা প্রমানিত যে, এই দুইটি আমল যদি আমরা নিয়মিত করতে পারি আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।

তাই আমাদের উচিত  এই ছোট্ট আমল গুলি করা ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url