বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য | Bangladesh Open University
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের ধারনা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা আশীর্বাদ বাংলাদেশের জন্য। যে কোনো বয়সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বোর্ড আছে, কিন্তু নিজস্ব কোনো স্টাডি সেন্টার নেই। বিভিন্ন সরকারি স্কুল বা কলেজে প্রতি শুক্রবারে ক্লাশ হয়।বই প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয়। পাশ করলে একজন শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থীদের মতো সমান মর্যাদা পায়। তবে অনেকে মনে করে, শুধু ভর্তি হয়ে পরীক্ষায় অংশ নিলেই পাশ করিয়ে দেওয়া হয়। এটা বাসা মিথ্যা কথা। পড়াশোনা না করলে কখনোই পাশ করা যায় না।দেখা যায়, প্রতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯৭% শিক্ষার্থীই ফেল করে শুধু মাত্র এই ভুল ধারণার কারণে। একজন শিক্ষার্থীর কি এই কমন সেন্স নেই যে, মত সহজ ভাবেই খাতা দেখা হোক না কেন,পাশ করানোর মতো লেখা যদি আপনি না লেখেন, তাহলে শিক্ষক আপনাকে পাশ কিভাবে করাবেন ? এর ভুক্তভোগী আমি নিজেও। সবাই বলেছিল, পরীক্ষা দিলেই পাশ। অথচ আমাদের শাখা আমরা পরীক্ষা দিয়েছি ৬৩৯ জন, আর পাশ করেছি মাত্র ১০৯ জন। বুঝতেই পারছেন অবস্থাটা কী ! সুতরাং পড়াশোনার জন্য কিছুটা সময় যদি আপনার থাকে, তবেই ভর্তি হোন। আর ব্যক্তিগতভাবে একটা পরামর্শ দিচ্ছি । যারা কর্মজীবী, তারা (CSE ব্যতিত) এসএসসি,এইচএসসি ,ডিগ্রী, মাস্টার্স এর কোথাও সায়েন্স নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না। পাশ করতে খুব কষ্ট হবে। কারণ, সায়েন্স নিয়ে এত কম স্টুডেন্ট এখানে ভর্তি হয় যে , বাণিজ্যিকভাবে লাভ না হওয়ার সম্ভাবনায় সায়েন্স গ্রুপের কোনো গাইড বই পাওয়া যায় না। আর একা একা সায়েন্স বোঝাও সম্ভব হয় না। তাই ফেল হওয়ার সম্ভাবনা খুবই বেশিপোষ্টসূচিঃ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সুবিধা
- উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা অনেক সহজ।
- কম খরচে এখানে পড়া যায়।
- রাত্রিবেলা পড়াশোনা করতে হলে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনেক ভাল।
- পাস করা অনেক সহজ।
- শিক্ষকরা জেনারেল লাইনে পড়াশোনার মত অত কঠোর হয়না।
- কোন রকমে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য এটা আদর্শ স্থান।
- এখান থেকে পড়ে বড় কিছু হওয়া যায়না।
- কম মেধাবীদের ও ঝরে পড়া ছাত্র ছাত্রীদের এখানে পড়তে দেখা যায়, ইত্যাদি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোন কোন ডিগ্রি নেওয়া যায়
১। ৩ বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্টস(BA)
২। ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রী।
৩। ৪ বছর মেয়াদী আইন বিভাগ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমুহ
শিক্ষা মানবিক অনুষদ | ব্যাচেলর অফ এডুকেশন (B.E.D) | শিক্ষাগত মনোবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, পাঠ্যক্রম এবং নির্দেশনা, শিক্ষাগত পরিকল্পনা, ব্যবস্থাপনা, শিক্ষায় মূল্যায়ন ইত্যাদি। শিক্ষার মাস্টার (M.ED) কোর্স: শিক্ষাগত গবেষণা, শিক্ষাগত প্রশাসন ও তত্ত্বাবধান, উচ্চ শিক্ষা, দূরশিক্ষা, বিশেষ শিক্ষা ইত্যাদি। ব্যাচেলর অফ আর্টস (বিএ) কোর্স: ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইতিহাস ইত্যাদি। মাস্টার অব আর্টস (এমএ) কোর্স: ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইতিহাস ইত্যাদি। |
সামাজিক বিজ্ঞান অনুষদ | ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স (বিএসএস) | অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, নৃবিজ্ঞান, নারী ও জেন্ডার স্টাডিজ ইত্যাদি। সামাজিক বিজ্ঞানের মাস্টার্স (এমএসএস) কোর্স: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নৃবিজ্ঞান, নারী ও জেন্ডার স্টাডিজ ইত্যাদি। |
বিজনেসস্টাডিজ অনুষদ | ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) | অ্যাকাউন্টিং, ব্যবসায়িক যোগাযোগ, ব্যবসার গণিত, ব্যবসার পরিসংখ্যান, ব্যবসায়িক নীতিশাস্ত্র, বিপণন ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদির নীতি। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্স: অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ফাইন্যান্সিয়াল এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট অপারেশনস ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি। আরো অনেক |
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ | বিজ্ঞান ব্যাচেলর (B.Sc) | গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ইত্যাদি। মাস্টার অফ সায়েন্স (M.Sc) কোর্সগুলি: গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ইত্যাদি। |
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ | ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং (বিএসএন) | অ্যানাটমি এবং ফিজিওলজি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, প্রসূতি ও গাইনোকোলজিক্যাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, ইত্যাদি। মাস্টার অফ পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্স: এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস, হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন, এনভায়রনমেন্টাল হেলথ, হেলথ পলিসি অ্যান্ড প্ল্যানিং ইত্যাদি। |
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url