বাংলাদেশ সেনাবাহিনী | Bangladesh Army

 হ্যালো বন্ধুরা, নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সারা পৃথিবীতে অসংখ্য বাহিনী আছে। 

যারা প্রত্যেকে নিজের জীবনের বিনিময়ে দেশের জন্য লড়াই করে, তবে সব বাহিনী শক্তিশালী হয় না ।

শক্তিশালী বাহিনী হতে নির্ভর করে সেই দেশের ট্রেনিং, আধুনিক অস্রসহ বিভিন্ন সরন্জামের মাধ্যমে।

তেমনি বাংলাদেশেও অনেক বাহিনী রয়েছে তার মধ্য অন্যতম বাহিনী হলো বাংলাদেশের সেনাবাহিনী, তো চলুন আজ এই আর্টিকেলে আমরা জেনে নেই বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কেপোষ্টসূচিঃ



বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তৈরী হয়

বাংলাদেশ সেনাবাহিনী ২৬ মার্চ ১৯৭১ সালে জন্ম হয়।  বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্র বাহিনীর  স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জমিকে এবং দেশের মানুষকে শত্রুর থেকে রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সেনাবাহিনীর সততা

বাংলাদেশের সাধারন মানুষদের পুর্ন আস্থা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। তার কারন সেনাবাহিনী দেশের প্রত্যেকটা কাজ সুষ্ঠ ও সফল ভাবে করতে পারে যার ভিতর কোন দুর্নিতী থাকে না।
তারা দেশের প্রত্যেকটা মানুষকে এক চুখে দেখে আর এ কারনেই বাংলাদেশের সাধারন  মানুষের মুখে শুনা যায় যে কোন ত্রান সহাতায়  বাংলাদেশের সেনাবাহিনীকে দায়িত্ব দিলে গরিব অসহায়রা সুন্দর ও সুষ্ঠভাবে ত্রান গুলো পায়।

বাংলাদেশ সেনাবাহিনীর কতটা শক্তিশালী

হ্যা বাংলাদেশ সেনাবাহিনী অনেক শক্তিশালী তারা বিভিন্ন পরিস্থিতে বিভিন্ন ভাবে তাদের কর্ম দেখিয়েছে, এই তো কিছু দিন আগে মায়ানমারের সাথে সামান্য সংঘর্ষ হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অসীম ক্ষমতা দেখিয়েছেন। একদিনের সেই সংঘর্ষে মায়ানমারের বাহিনী বুঝে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তশালী। 
যতই দিন যাচ্ছে  বাংলাদেশ সেনাবাহিনী ততই শক্তিশালী হচ্ছে, তার সাথে আরো যুক্ত হচ্ছে নতুন নতুন আধুনিক অস্ত্র । বাংলাদেশ সেনাবাহিনীর কর্মক্ষমতা অনেক উচ্চ এজন্যই সরকার সেনাবাহিনীর পিছনে প্রচুর অর্থ খরচ করছে আশা করি বাংলাদেশ সেনাবাহিনী ২০৪১ সালের মধ্য বিশ্বের নামকরা একটি বাহিনী হিসেবে তাদের পরিচয় পাবে ।

বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং

বাংলাদেশ সেনাবাহিনীর অনেক ভয়ংকর ভয়ংকর ট্রেনিং হয়। যা অনেক মানুষ করতে পারবে না । তার কারন এই বাহিনীতে কাজ করতে অনেক পরিশ্রম ও সাহস প্রয়োজন যা অনেকেই পারবে না । যেমনঃ একটা পাহারে বা জংগলে ২ জন কে ১৪ দিন থাকতে হয় এবং খাবার পাহার বা জংগল থেকেই সংগ্রহ করতে হয়। এরকম বহু  অভিযান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। যা একজন সাধারন  মানুষের পক্ষে অসম্ভব । এছাড়াও রয়েছে, 
শরির শিওরে ‍উঠার মতো ট্রেনিং বিস্তারিত দেখার জন্য  ইউটুইবে সার্চ দিন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং তাহলেই তাদের ট্রেনিং গুলো দেখতে পারবেন ।

সেনাবাহিনী সকল কোর সমূহের ট্রেনিং সেন্টার

Armorred

মাঝিড়া সেনানিবাস বগুড়া।
প্রান দেব,মান নয়।

Artillery
চট্টগ্রাম সেনানিবাস হালিরশহর।
সম্মান ও গৌরব।
EBRC
চট্টগ্রাম সেনানিবাস/খাগড়াছড়ি।
সৌম্য,শক্তি,ক্ষিপ্রতা।
BIR
রাজশাহী সেনানিবাস / খাগড়াছড়ি।
দুর্জয়,দুরন্ত,নির্ভক।

Engineers
কাদিরাবাদ সেনানিবাস,নাটোর।
সদা সর্বত্র।

Signals
যশোর সেনানিবাস।
দ্রুত ও নিশ্চিত।
ASC
জাহানাবাদ সেনানিবাস খুলনা।
সমরে দেহি মোরা প্রান।

Ordnance
রাজেন্দ্রপুর সেনানিবাস,গাজীপুর।
দৃপ্ত হস্ত করি সশস্ত্র।

EME
সৈয়দপুর সেনানিবাস।
সকল ত্যাগে রাখিব সচল।
AMC
ঘাটাইল সেনানিবাস,টাঙ্গাইল।
সমরে ও শান্তিতে রাখিব সুস্থ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url